ভারতীয় সংস্কৃতির অন্যতম শিষ্ঠাচার নমস্কার অথবা নমস্তে সম্প্ৰতি বিশ্বজুড়ে সৌজন্য বিনিময়ের মাধ্যমে পরিণত হয়েছে। বিশ্বের বহু রাষ্ট্ৰের প্ৰধানমন্ত্ৰী এবং রাষ্ট্ৰপতি অন্য কোনও দেশের রাষ্ট্ৰপ্ৰধান বা বিশিষ্ট ব্যক্তিদের মুখোমুখি হলে আগের মতো আর করমর্দন করছেন না। তার পরিবর্তে একজন অপরজনকে নমস্কার করে সৌজন্য বিনিময় করছেন। এই পরিবর্তনের একমাত্ৰ কারণ হচ্ছে,বিশ্বজুড়ে করোনা ভাইরাসের বিভীষিকা। যেহেতু সংস্পর্শে করোনা ভাইরাস ছড়াচ্ছে সেইহেতু এই মারণ জীবাণুর আক্ৰমণ থেকে পার পেতে সাবধানতা ও সতর্কমূলক পদক্ষেপ হিসেনে নমস্কারকেই সৌজন্য প্ৰদর্শন বা অভিবাদন জানানোর মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন বিশ্বের অনেক দেশের প্ৰধানমন্ত্ৰী ও রাষ্ট্ৰপ্ৰধানরা। সংস্পর্শ থেকে যেহেতু করোনা ভাইরাস ছড়াচ্ছে সেজন্যই এমন পদক্ষেপ নিয়েছেন তাঁরা। ফলে সাম্প্ৰতিক সময়ে নমস্কারই বিশ্বব্যাপী সৌহার্দ্দ বিনিময়ের মাধ্যমে পরিণত হয়েছে। ১২ মার্চ নমস্কার ও পাল্টা নমস্কার পরম্পরার প্ৰতি সৌজন্য প্ৰদর্শন করেছেন মার্কিন রাষ্ট্ৰপতি ডোনাল্ড ট্ৰাম্প এবং আয়ারল্যান্ডের প্ৰধানমন্ত্ৰী লিওএ বাদারকার। বাদারকার বর্তমানে মার্কিন মুলুক সফর করছেন। গতকাল তিনি আমেরিকার প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।
একইভাবে করোনা ভাইরাসের বিভীষিকার প্ৰতি লক্ষ্য রেখে ইজরায়েলি প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানাহু নমস্কারকে অভিবাদন জানানোর পোষকতা করেছেন। গতকাল নেতানাহু করোনা ভাইরাস সম্পর্কিত এক সচেতনতা কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে তিনি সবাইকে করমর্দনের পরিবর্তে নমস্কারকে অভিবাদন জানানোর মাধ্যম হিসেবে ব্যবহার করার আহ্বান জানান। আমেরিকার প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্প এক টুইটার বার্তায় বলেন,‘সম্প্ৰতি ভারত ভ্ৰমণ সেরে দেশে ফেরার পর আমি অভিবাদন জানানোর জন্য করমর্দনের পরিবর্তে নমস্কারকে ব্যবহার করছি’। একইভাবে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্ৰপ্ৰধানরা এখন করমর্দনের বদলে দুহাত জোড় করে নমস্কারকেই অভিবাদনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ কেরলে করোনা ভাইরাসে আক্ৰান্ত তিন বছরের শিশু
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Fire breaks out at business establishment near Powai Tea Estate under Margherita Sub-Division