তুষারাবৃত এলওসি-তে জিংগল বেল গেয়ে বড়দিন পালন জওয়ানদের

তুষারাবৃত এলওসি-তে জিংগল বেল গেয়ে বড়দিন পালন জওয়ানদের
Published on

নয়াদিল্লিঃ তুষারাবৃত নিয়ন্ত্ৰণ রেখায়(এলওসি)জিংগল বেল গেয়ে বড়দিন উৎসব পালন করলেন ভারতীয় সেনা জওয়ানরা। বরফে মোড়া এলওসিতে সেনাদের জিংগল বেল গেয়ে বড়দিনের উৎসবে মেতে উঠতে দেখা গেছে। সেনাদের এই উৎসব পালন নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভারতীয় সৈনিকরা এদিন সকালে হেলিপ্যাডে জমায়েত হয়ে ক্ৰিসমাস ট্ৰি স্থাপন করেন। ভিডিওতে দেখা গেছে সান্তাক্লজ সেজে একজন সেনা জিংগল বেল গানে নাচছে। উপস্থিত অন্যান্য সেনারা হাত তালি দিয়ে ক্ৰিসমাস উদযাপনে মেতে উঠেন। বরফে মোড়া এই নিরালা এলাকায় সেনাদের উৎসব পালনের এই মুহূর্তটা ছিল চোখে পড়ার মতো। প্ৰচণ্ড ঠান্ডার মধ্যে সেনারা চুটিয়ে উপভোগ করেন উৎসবের উষ্ণতা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: An aerial view of the Dibrugarh Protest "Janataar Gorjon" programme, Watch Here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com