ধোনিকে অবসর না নিতে কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের কাতর অনুরোধ

ধোনিকে অবসর না নিতে কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের কাতর অনুরোধ

মুম্বইঃ ভারতের প্ৰাক্তন ক্ৰিকেট অধিনায়ক এমএস ধোনির আন্তর্জাতিক ক্ৰিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে গুজব ও বিভ্ৰান্তির সৃষ্টি হয়েছে। তবে এর মধ্যেই তাঁকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে এক হৃদয়স্পর্শী আবেদন অনেকেরই নজর কেড়ে নিয়েছে। ধোনির প্ৰতি এই আন্তরিক অনুরোধ যিনি করেছেন,তিনি আর কেই নন,ভারতের সংগীত সম্ৰাজ্ঞী স্বয়ং লতা মঙ্গেশকর।

দেশের বর্ষীয়ান সংগীত শিল্পী সম্প্ৰতি এক টুইটে বলেছেন,‘নমস্কার,এম এস ধোনিজি। আজকাল আমি শুনতে পাচ্ছি যে আপনি অবসর নিতে চাইছেন। অনুগ্ৰহ করে আপনি এমনটা কখনোই ভাববেন না। দেশের মানুষের কাছে আপনার খেলার প্ৰয়োজন রয়েছে। আমিও ব্যক্তিগতভাবে আপনাকে অনুরোধ করছি,অবসর নেওয়ার ভাবনা এক্ষুনি মনের মধ্যে ঠাঁই দেবেন না’। হিন্দি ভাষায়ই এই টুইট করেছেন কোকিলকণ্ঠী।

৮৯ বছর বয়সী কিংবদন্তি সংগীত শিল্পী ক্ৰিকেটের একজন একনিষ্ঠ ভক্ত। ধোনিকে অবসর না নিতে লতা মঙ্গেশকর যে হৃদয়স্পর্শী আবেদন জানিয়েছেন,তাতে এটাই প্ৰমাণিত হয় যে তিনি ভারতীয় ক্ৰিকেট দলের প্ৰাক্তন অধিনায়ক ধোনির একজন একনিষ্ঠ ফ্যান। সম্প্ৰতি চলা বিশ্বকাপ ক্ৰিকেটে ধোনির পারফরম্যান্স তেমন সন্তোষজনক হয়নি,এটা ঠিক। কিন্তু তাই বলে ফ্যানদের মধ্যে তাঁর জনপ্ৰিয়তায় ভাটার টান পড়েছে সেটা কখনোই বলা যাবে না। চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর ধোনি আন্তর্জাতিক ম্যাচ থেকে পদত্যাগ করার কথা ভাবছেন বলে বাতাসে গুজব ছড়িয়েছিল। তবে ধোনি খোদ ওই গুজবটি উড়িয়ে দিয়েছেন। টিম ইন্ডিয়া এখন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই ধোনির ওপর অবসর গ্ৰহণের চাপ উঠতে পারে। তবে ধোনি সহ প্ৰত্যেকেই এখন এটা মনে করছেন যে অবসরে গেলেই এই মুহূর্তে সব সমস্যার সমাধান সূত্ৰ খুঁজে পাওয়া যাবে সেটা সম্ভব নয়। ফেবারিট ধোনির প্ৰতি ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় তাঁদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন। তাই এই মুহূর্তে ধোনির মতো একজন প্ৰিয় খেলোয়াড়ের অবসর গ্ৰহণের প্ৰয়োজন আছে বলে ফ্যানরা মনে করেন না।

এদিকে বিসিসিআই-র কার্যনির্বাহী সভাপতি সিকে খান্না এবং সিওএ সদস্য ডায়না এদুলজি বিশ্বকাপ ক্ৰিকেটে ভারতীয় দলের পারফরম্যান্সের তারিফ করেছেন। এদুলজি উল্লেখ করেন,প্ৰাক্তন অধিনায়ক যা পারফরম্যান্স করেছেন তাতে এটা স্পষ্ট যে ক্ৰিকেটে তাঁর আরও অনেক কিছু করে দেখানোর রয়েছে। তাই তাঁর অবসর নেবার প্ৰশ্নই আসে না।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ টি-২০-তে ফিরছেন মহেন্দ্ৰ সিং ধোনি

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com