শিলচরে ভারত-বাংলাদেশ প্ৰতিনিধি দলের বৈঠকে অনুপ্ৰবেশ,চোরাচালান নিয়ে আলোচনা

শিলচরে ভারত-বাংলাদেশ প্ৰতিনিধি দলের বৈঠকে অনুপ্ৰবেশ,চোরাচালান নিয়ে আলোচনা

শিলচরঃ ভারত এবং বাংলাদেশ সীমান্ত জেলার ডিসি-ডিএম পর্যায়ের একটি বৈঠক সোমবার কাছাড় জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ১৭ জনের প্ৰতিনিধিদলের নেতৃত্ব দেন মৌলভি বাজারের জেলাশাসক এবং জেলা ম্যাজিস্ট্ৰেট নাজিয়া শিরিন। সিলেটের জেলাশাসক এম কাজি ইমদাদুল ইসলাম,মৌলভি বাজার-এর পুলিশ সুপার মহম্মদ শাহজালাল,সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লেফটেনান্ট কর্নেল সৈয়দ হুসেন এবং ১৯ বিজিবি-র ডিরেক্টর।

ভারতীয় প্ৰতিনিধি দলের নেতৃত্বে ছিলেন করিমগঞ্জের জেলাশাসক এমএস মনিভান্নান। কাছাড়ের জেলাশাসক লয়া মাদুরী,কাছাড়ের পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেব মহন্ত,করিমগঞ্জের পুলিশ সুপার মানবেন্দ্ৰ দেবরায় এবং বিএসএফ-এর ১৩১,৭,১৩৪ ব্যাটেলিয়নের কমানডেণ্টরা।

উচ্চ পর্যায়ের এই বৈঠকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্ৰবেশ,সীমান্ত পারে চোরা কারবার,মানুষ পাচার,জাল নোট ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। এই সব সমস্যা যৌথভাবে গ্ৰহণযোগ্য সমাধান করার ব্যাপারে উভয় পক্ষ সহমত প্ৰকাশ করেছে। বাংলাদেশ মুক্তি সংগ্ৰামের সময় ভারতের ঐতিহাসিক ভূমিকা পালনের কথা স্মরণ করে বাংলাদেশ প্ৰতিনিধিদলের নেতৃত্ব দানকারী নাজিয়া শিরিন বলেন,ভারত ও বাংলাদেশ উভয়েই শান্তিপ্ৰিয় ও সম্প্ৰীতি বজায় রাখার পক্ষপাতী। উভয় দেশ পরস্পরের বন্ধু রাষ্ট্ৰও বটে। দুটো দেশের জাতীয় সংগীতের রচক নোবেল জয়ী কবি,সাহিত্যিক রবীন্দ্ৰনাথ ঠাকুর।

এধরনের বৈঠক উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পথ প্ৰশস্ত করবে। বৈঠকে উভয় দেশের প্ৰতিনিধিরা শিলচর থেকে সিলেট অবধি বাস সেবা চালু করার ব্যাপারে সহমত পোষণ করেছেন। সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে সীমান্ত হাট বসানোরও প্ৰস্তাব রেখেছেন উভয় দেশের প্ৰতিনিধিরা।

তাছাড়া সীমান্ত জেলাগুলির মধ্যে সাংস্কৃতিক কার্যকলাপ বিনিময় এবং খেলাধুলার আয়োজন করার ওপরও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। দ্বিপাক্ষিক সম্পর্ক চাঙ্গা করার লক্ষ্যেই বৈঠকে এই সব প্ৰস্তাব রাখা হয়েছে। বাংলাদেশ প্ৰতিনিধি দলটি গত রবিবার এখানে এসে পৌঁছন। তারা রবিবার এখানে বঙ্গ ভবনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ প্ৰতিনিধিদলটি স্বদেশ অভিমুখে রওনা দেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com