Begin typing your search above and press return to search.
এনআরসি রূপায়ণ করে অনুপ্ৰবেশকারীদের বহিষ্কার করবোঃ অমিত শাহ

রাঁচিঃ স্বরাষ্ট্ৰমন্ত্ৰী এবং বিজেপি সভাপতি অমিত শাহ সোমবার বলেছেন,দেশে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)রূপায়ণ করে সব অনুপ্ৰবেশকারীদের বহিষ্কার করবো ২০২৪ সালের মধ্যে। ‘এনআরসি রূপায়ণ করে দেশ থেকে সব অনুপ্ৰবেশকারীদের ২০২৪-এর মধ্যে দেশ থেকে বের করে দেওয়া হবে। একজনও অনুপ্ৰবেশকারীকেও এদেশে থাকতে দেওয়া হবে না। এটা নরেন্দ্ৰ মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার এবং আমরা দেশে এনআরসি রূপায়ণ করবোই’-চাইবাসায় এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে কথাগুলো বলেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অমিতের সঙ্গে দিল্লি বৈঠকেও ক্যাবের বিরোধিতা করবে আসু,এজেওয়াইসিপি
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 4 dead in a head-on collision between truck and car in Tezpur
Next Story