Begin typing your search above and press return to search.

এনআরসি রূপায়ণ করে অনুপ্ৰবেশকারীদের বহিষ্কার করবোঃ অমিত শাহ

এনআরসি রূপায়ণ করে অনুপ্ৰবেশকারীদের বহিষ্কার করবোঃ অমিত শাহ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  3 Dec 2019 10:43 AM GMT

রাঁচিঃ স্বরাষ্ট্ৰমন্ত্ৰী এবং বিজেপি সভাপতি অমিত শাহ সোমবার বলেছেন,দেশে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)রূপায়ণ করে সব অনুপ্ৰবেশকারীদের বহিষ্কার করবো ২০২৪ সালের মধ্যে। ‘এনআরসি রূপায়ণ করে দেশ থেকে সব অনুপ্ৰবেশকারীদের ২০২৪-এর মধ্যে দেশ থেকে বের করে দেওয়া হবে। একজনও অনুপ্ৰবেশকারীকেও এদেশে থাকতে দেওয়া হবে না। এটা নরেন্দ্ৰ মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার এবং আমরা দেশে এনআরসি রূপায়ণ করবোই’-চাইবাসায় এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে কথাগুলো বলেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অমিতের সঙ্গে দিল্লি বৈঠকেও ক্যাবের বিরোধিতা করবে আসু,এজেওয়াইসিপি

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 4 dead in a head-on collision between truck and car in Tezpur

Next Story
সংবাদ শিরোনাম