ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া রিক্ৰুটমেন্ট ২০২০

ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া রিক্ৰুটমেন্ট ২০২০
পদের নামঃ স্পেশালিস্ট
পদের সংখ্যাঃ ০৬ টি
বেতনঃ ৮৫,০০০ টাকা প্ৰতি মাসে
চাকরির স্থানঃ গুয়াহাটি,পাটনা,বারাণসী/বেনারস,কলকাতা,নয়ডা
শেষ তারিখঃ ১০-০২-২০২০
ঠিকানাঃ Director (Admn. & Vig.), IWAI, A-13, Sector-1, Noida – 201301(U.P.)
বাছাই প্ৰক্ৰিয়াঃ লিখিত পরীক্ষা/সাক্ষাৎকার
আবেদনপত্ৰ প্ৰাপ্তি/বন্ধের শেষ তারিখ ১০-০২-২০২০। নির্ধারিত প্ৰোফরমায় আবেদনপত্ৰ পাঠাতে হবে। ঠিকানা লিখতে হবে To the Director (Admn. & Vig.), IWAI, A-13, Sector-1, Noida – 201301(U.P.),। রেজিস্ট্ৰার অথবা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্ৰ পাঠাতে হবে। আবেদনকারীকে বিজ্ঞাপনে উল্লেখ করা যোগ্যতার মান তুলে ধরতে সার্টিফিকেট/টেস্টিমনিয়েলসের সেলফ অ্যাটাস্টেড কপি গেঁথে দিতে হবে। অন্যথায় ওই সব প্ৰার্থী অযোগ্য বিবেচিত হবেন। প্ৰার্থীর যোগ্যতা যাচাই করবেন একমাত্ৰ কর্তৃপক্ষ। এব্যাপারে কোনও রকমের যোগাযোগে আমল দেওয়া হবে না।
Details: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ইন্ডিয়ান আর্মি রিক্ৰুটমেন্ট ২০২০ ফর শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল