ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া রিক্ৰুটমেন্ট ২০২০

ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া রিক্ৰুটমেন্ট ২০২০
Published on

ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া রিক্ৰুটমেন্ট ২০২০

পদের নামঃ স্পেশালিস্ট

পদের সংখ্যাঃ ০৬ টি

বেতনঃ ৮৫,০০০ টাকা প্ৰতি মাসে

চাকরির স্থানঃ গুয়াহাটি,পাটনা,বারাণসী/বেনারস,কলকাতা,নয়ডা

শেষ তারিখঃ ১০-০২-২০২০

ঠিকানাঃ Director (Admn. & Vig.), IWAI, A-13, Sector-1, Noida – 201301(U.P.)

বাছাই প্ৰক্ৰিয়াঃ লিখিত পরীক্ষা/সাক্ষাৎকার

আবেদনপত্ৰ প্ৰাপ্তি/বন্ধের শেষ তারিখ ১০-০২-২০২০। নির্ধারিত প্ৰোফরমায় আবেদনপত্ৰ পাঠাতে হবে। ঠিকানা লিখতে হবে To the Director (Admn. & Vig.), IWAI, A-13, Sector-1, Noida – 201301(U.P.),। রেজিস্ট্ৰার অথবা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্ৰ পাঠাতে হবে। আবেদনকারীকে বিজ্ঞাপনে উল্লেখ করা যোগ্যতার মান তুলে ধরতে সার্টিফিকেট/টেস্টিমনিয়েলসের সেলফ অ্যাটাস্টেড কপি গেঁথে দিতে হবে। অন্যথায় ওই সব প্ৰার্থী অযোগ্য বিবেচিত হবেন। প্ৰার্থীর যোগ্যতা যাচাই করবেন একমাত্ৰ কর্তৃপক্ষ। এব্যাপারে কোনও রকমের যোগাযোগে আমল দেওয়া হবে না।

Details: Click Here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com