আইওসিএল জবস ২০২০ ফর অফিসার্স/ইঞ্জিনিয়ার্স(বি.টেক/বি.ই)

আইওসিএল জবস ২০২০ ফর অফিসার্স/ইঞ্জিনিয়ার্স(বি.টেক/বি.ই)

আইওসিএল জবস ২০২০ ফর অফিসার্স/ইঞ্জিনিয়ার্স(বি.টেক/বি.ই)

ইন্ডিয়ান অয়েল ভারতের একটা মূল্যবান কোম্পানি হিসেবে স্বীকৃত। কর্পোরেশন নিজস্বভাবে রিফাইনারি,পাইপলাইন্স,মার্কেটিং পরিকাঠামো ইত্যাদি সহ এশিয়ার বৃহত্তম নেটওয়র্কগুলো পরিচালনা করছে। তাছাড়া ইন্ডেন ও সার্ভোর মতে বিশ্বস্ত সুপার ব্ৰ্যান্ডগুলোও পরিচালনা করছে তারা। মহারত্নের মর্যাদাপ্ৰাপ্ত ইন্ডিয়ান অয়েলের লক্ষ্য হচ্ছে ভারতের এনার্জি ক্ষেত্ৰকে সমৃদ্ধ করা এবং বিশ্বজুড়ে কোম্পানির স্বীকৃতি।

১. পদের নামঃ অফিসার্স/ইঞ্জিনিয়ারস

২. শিক্ষাগত যোগ্যতাঃ বিটেক/বি.ই

৩. খালি পদঃ ০১

৪. অভিজ্ঞতাঃ ফ্ৰেসার

৫. চাকরির স্থানঃ ভারত জুড়ে

৬. শেষ তারিখঃ ১৬-০৩-২০২০

৭. বাছাই প্ৰক্ৰিয়াঃ লিখিত পরীক্ষা/সাক্ষাৎকার

ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনসের ক্ষেত্ৰে ২০২০-র স্কোরের ভিত্তিতে গ্ৰুপ ডিসকাসন/গ্ৰুপ টাস্ক এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে প্ৰার্থী তালিকা প্ৰস্তুত করা হবে। এই নিয়োগের ক্ষেত্ৰে ২০১৯-এর গেট স্কোর অথবা এর আগের কোনও পরীক্ষা বৈধ বিবেচিত হবে না। গেট ২০২০-র বিস্তারিত বিবরণের জন্য প্ৰার্থীরা http://www.gate.iitd.ac.in-তে লগ অন করতে পারেন। আমাদের ওয়েবসাইট www.iocl.com-এ লগ অন করা যাবে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা,বয়স,যোগ্যতার মান,আবেদনের প্ৰক্ৰিয়া ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানার জন্য। প্ৰার্থীরা গেট ২০২০ এবং ইন্ডিয়ান অয়েলের জন্য পৃথকভাবে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্ৰার্থীরা গেট ২০২০-র রেজিস্ট্ৰেশন নম্বর পাওয়ার পরই ইন্ডিয়ান অয়েলে আবেদন করতে পারবেন।

ইন্ডিয়ান অয়েল অনলাইন অ্যাপ্লিকেশনস দ্য মডুল উইল গো লাইভ আফটার দ্য গেট ২০২০ অ্যাডমিট কার্ডস আর মেড অ্যাভেলেবল বাই দ্য গেট ২০২০ অথরিটিস অন ০৩-০১-২০২০

Detail Notification: Click Here

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com