Begin typing your search above and press return to search.

স্থানীয় এনজিওগুলোকে ইসলামিক দেশের তহবিল সরবরাহের তদন্ত দাবি মুসলিম সংগঠনের

স্থানীয় এনজিওগুলোকে ইসলামিক দেশের তহবিল সরবরাহের তদন্ত দাবি মুসলিম সংগঠনের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  28 Nov 2019 7:24 AM GMT

গুয়াহাটিঃ বিভিন্ন ইসলামিক দেশগুলি অসমের বেসরকারি সংস্থাগুলিকে(এনজিও)নানাভাবে তহবিল সরবরাহ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে জনগোষ্ঠীয় সমন্বয় পরিষদ। এব্যাপারে গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেছে তারা। রাজ্যের ২১টি স্থানীয় মুসলিম সংস্থার ছত্ৰ সংগঠন এটি। পরিষদ এধরনের এনজিওগুলির বিরুদ্ধে সরকারকে তদন্ত করার দাবি জানিয়েছে। দ্য সেন্টিনেলের সঙ্গে কথা বলার সময় পরিষদের সমন্বয়ক মুমিনুল আওয়াল বলেন,বিশেষ করে সম্প্ৰতি গোয়ালপাড়া থেকে তিন অভিযুক্ত আইএসআইএস জেহাদিকে গ্ৰেপ্তারের পর এই ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তিনি আরও উল্লেখ করেন,‘অতীতেও অসমে আন্তর্জাতিক সন্ত্ৰাসী সংগঠনের প্ৰতি সহানুভূতিশীল এধরনের ব্যক্তিকে আটক করা হয়েছিল। নিরাপত্তা কর্মী এবং এজেন্সিগুলির জেরার মুখে পড়ে এদের অনেকেই জেহাদি সংগঠনের সঙ্গে তাদের সংযোগ থাকার কথা প্ৰকাশ করেছিল। তাই এধরনের অশুভ আঁতাতের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ে তদন্ত চালানোর সময় এসে গেছে। গোয়ালপাড়ার ঘটনায় জড়িত প্ৰত্যেকের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা গ্ৰহণ করা উচিত।’

পরিষদের সমন্বয়ক আওয়াল ইসলামিক দেশগুলির কাছ থেকে তহবিল পাওয়া এনজিওগুলোর প্ৰতি তীক্ষ্ণ নজর রাখতে জনগণের প্ৰতি আবেদন জানিয়েছেন। তাই ‘যে সব স্থানীয় সংগঠন এধরনের সাহা্য্য পাচ্ছে এবং কী উদ্দেশ্যে ওই অর্থ ব্যবহার করা হচ্ছে আমরা তা অনুপুঙ্খভাবে পরীক্ষা করার দাবি জানাচ্ছি’। তিনি বলেন,‘রাজ্যের চর এলাকাগুলো সাধারণত সংখ্যালঘু সম্প্ৰদায়েরই বসতিস্থল। সেই হেতু চর এলাকায় আসা-যাওয়া করা লোকেদের ক্ষেত্ৰে নিয়মিত সিকিউরিটি চেক আপের ব্যবস্থা করা উচিত। এমনটা করা হলে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে’।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অধিকার ও কর্তব্য একই মুদ্ৰার দু পিঠ,বললেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Free Dialysis Unit inaugurated by Minister Pijush Hazarika at Nagaon Civil Hospital

Next Story
সংবাদ শিরোনাম