অন্ধ্ৰপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী হিসেবে শপথ নিলেন জগন মোহন রেড্ডি

অন্ধ্ৰপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী হিসেবে শপথ নিলেন জগন মোহন রেড্ডি
Published on

বিজয়ওয়াড়াঃ ওয়াইএস জগন মোহন রেড্ডি বৃহস্পতিবার অন্ধ্ৰপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী হিসেবে শপথ নিয়েছেন। তিনি তেলেগু ভাষায় শপথ নেন। শপথ গ্ৰহণকালে তাঁর সমর্থকরা হর্ষধ্বনি করে তাঁকে স্বাগত জানান। রাজ্যের রাজ্যপাল ইএসএল নরসিমহন তাঁকে গোপনীয়তা রক্ষার শপথবাক্য পাঠ করান। এখানকার ইন্দিরা গান্ধী মিউনিসিপ্যাল স্টেডিয়ামে শপথগ্ৰহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

জগন মোহন রেড্ডি ওয়াইএসআর কংগ্ৰেস পার্টির(ওয়াইএসআরসিপি)নেতৃত্বে রয়েছেন। বিধানসভার নির্বাচনে রেড্ডির দল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com