জলপাইগুড়িঃ উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জাঁকিয়ে শীত পড়েছে। গত কয়েকদিন ধরেই জলপাইগুড়ি ও আশপাশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্ৰা ১১-১২ ডিগ্ৰির মধ্যে ওঠা-নামা করছে। জলপাইগুড়িতে তাপমাত্ৰা নেমেছে ১১ ডিগ্ৰিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামি কয়েকদিন তাপমাত্ৰায় বিশেষ কোনও হেরফের হবে না। শৈত্য প্ৰবাহের পাশাপাশি ঘন কুয়াশায় ঢেকে রয়েছে জলপাইগুড়ি। আলিপুরদুয়ারের চা বাগান এলাকা এবং ভুটান সীমান্তও ঘন কুয়াশার চাদরে মুড়ে আছে। কোচবিহার এলাকায় চলছে কুয়াশার দাপট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার আস্তরণ সরে গিয়ে সূর্যি মামার দেখা মিলছে। হাড় কাঁপানো ঠান্ডায় আজ সকাল থেকে জলপাইগুড়ির জনজীবন জবুথুবু হয়ে পড়েছে। ঘন কুয়াশার জন্য জলপাইগুড়িতে পথ দেখা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তাই যানবাহনগুলি আলো জ্বেলেই পথ পাড়ি দিচ্ছে। ওদিকে দার্জিলিঙের সান্দাকফুতে তুষারপাত চলছে। সান্দাকফুতে বরফ পড়ার জেরে ডুয়ার্সের বিভিন্ন এলাকা ও জলপাইগুড়ি শীতে মুহ্যমান। শীতের আমেজে পর্যটকের ঢল নেমেছে জলপাইগুড়ির বিভিন্ন পর্যটন স্থলগুলিতে। এদিকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন স্থানে দফায় দফায় আন্দোলন,অবরোধ চলায় উত্তরবঙ্গগামী বেশকটি ট্ৰেনের চলাচল বাতিল করে দিয়েছে রেলমন্ত্ৰক। এই আন্দোলনের জন্য পর্যটকরা হোটেলগুলিতে আটকা পড়েছিলন। তবে বুধবার থেকে উত্তরবঙ্গে রেল পরিসেবা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্ৰতিবাদের আহ্বান অভিনেত্ৰী সাংসদ নুসরতের
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU Rally Against CAA 2019 in Kokrajhar