Begin typing your search above and press return to search.

অসম চলচ্চিত্ৰ অর্থ নিগমের অধ্যক্ষ যতীন বরার সাংবাদিক সম্মেলন

অসম চলচ্চিত্ৰ অর্থ নিগমের অধ্যক্ষ যতীন বরার সাংবাদিক সম্মেলন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 Jun 2019 1:38 PM GMT

গুয়াহাটিঃ অসম চলচ্চিত্ৰ অর্থ নিগমের অধ্যক্ষ যতীন বরা সোমবার এখানে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করেন। রাজ্য চলচ্চিত্ৰ এবং অর্থ নিগমে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে রাজ্যে স্বল্প দৈর্ঘ্যের ছবি ও অ্যানিমেশন ছবি তৈরি সম্পর্কে রাজ্য সরকারের অনুমোদন জানানো নিয়ে আলোচনা করা হয়। রাজ্য সরকার ছবি নির্মাণের জন্য ইতিমধ্যেই এক কোটি টাকা রিলিজ করেছে-জানানো হয় সভায়। স্বল্প দৈর্ঘ্যের ছবি বাবদ সরকারের রাজ সাহায্যের পরিমাণ হলো প্ৰায় ২৫ লক্ষ টাকা।

বন্ধ ছবি ঘরগুলো পুনঃনির্মাণের জন্য সরকার তহবিল মঞ্জুর করেছে বলে সভায় জানানো হয়। এই সাংবাদিক সম্মেলনে অসমের খ্যাতনামা চলচ্চিত্ৰ নির্মাতা রীমা দাসও উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য যে ‘ভিলেজ রকস্টার’,‘বুলবুল কেন সিং’-এর মতো উচ্চ মানের ছবি নির্মাণের জন্য রীমা দাসকে সরকারের তরফ থেকে ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। পূর্ণচন্দ্ৰা নামে একটি নতুন ছবি নির্মাণের কথাও সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন রীমা দাস।

এবছর আগস্ট মাস থেকে রীমা দাসের ‘পূর্ণ চন্দ্ৰা’ ছবির দৃশ্য গ্ৰহণের কাজ শুরু হবে। রীমার ছবি বুলবুল কেন সিং অসমের ছবিঘরগুলোতে দেখানো হবে আগামি আগস্ট অথবা সেপ্টেম্বর মাস থেকে। নতুন ছবি নির্মাণের জন্য রীমা দাসকে দেওয়া ৫০ লক্ষ টাকা খরচ না হলে বাকি টাকা তিনি ফিরিয়ে দেবেন বলে চলচ্চিত্ৰ অর্থ নিগমকে জানান।

উল্লেখ্য,এরআগে প্ৰখ্যাত পরিচালক জাহ্নু বরুয়াকে ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। অসমের শিল্পী কল্যাণ ন্যাসের তরফ থেকে বেশকজন শিল্পীকে ৫০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এদিকে অসমিয়া ছবি জগতের পাশাপাশি ভ্ৰাম্যমাণের অভিনেত্ৰী প্ৰাঞ্জনা দত্ত এবং বরদৈছিলা থিয়েটার সম্পর্কে যতীন বরা বলেন,প্ৰাঞ্জনা দত্ত ও বরদৈছিলা থিয়েটারের মধ্যে যে ঘটনা হয়েছে তা সত্যিই দুর্ভাগ্যজনক। তিনি বলেন,আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে ফেলা যেতো। ভ্ৰাম্যমাণের সঙ্গে বহু কলা কুশলী জড়িয়ে আছেন। এধরনের ঘটনাসমূহ দর্শকদের মোহভঙ্গ করবে-বলেন বরা। অসমিয়া ছবির দুর্দিনে সরকার কলা-কুশলীরা ছবিগুলোকে বাঁচিয়ে রাখতে যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছেন। তাই ভ্ৰাম্যমাণ থিয়েটারকে আমাদের জিইয়ে রাখতেই হবে।

এদিকে নাট্যকার অভিজিৎ ভট্টাচার্য সম্পর্কে উত্থাপিত অভিযোগ প্ৰসঙ্গে যতীন বরা বলেন,‘আমার ক্ষেত্ৰে এমন কিছু ঘটেনি তাই এ সম্পর্কে মতামত প্ৰকাশে আমি রাজি নই। তবে সব সমস্যা আলাপ আলোচনায় মিটিয়ে ফেলাটাই উত্তম’-বলেন বরা।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসমিয়া ছবির নির্মাতা রিমা দাস ও জাহ্নু বরুয়া সেরা পরিচালক মনোনীত এনওয়াইআইএফএফ-এ

Next Story
সংবাদ শিরোনাম