যতীন বরা,রিয়ান পরাগ দাস,রিমা দাস ও অন্যান্য বন্যার্তের সাহায্যে এগিয়ে এলেন

যতীন বরা,রিয়ান পরাগ দাস,রিমা দাস ও অন্যান্য বন্যার্তের সাহায্যে এগিয়ে এলেন

গুয়াহাটিঃ অসমের বন্যা সারা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ বন্যাপীড়িতদের সাহায্যে এগিয়ে এসেছেন। বলিউড অভিনেতা থেকে শুরু করে রাজ্যের চলচ্চিত্ৰ,টেলিভিশন ও ক্ৰীড়া ব্যক্তিত্বরা দরাজ হাতে সাহা্য্যের ডালি নিয়ে দাঁড়িয়েছেন বন্যাক্ৰান্তদের পাশে। তরুণ ক্ৰীড়া ব্যক্তিত্ব,প্ৰশাসনিক আধিকারিক এবং এমন কি সাধারণ মানুষও রাজ্যের বন্যাপীড়িতদের প্ৰতি দেখিয়েছেন তাঁদের বদান্যতা।

অসমিয়া ছবি জগতের জনপ্ৰিয় অভিনেতা যতীন বরা বন্যা দুর্গতদের সাহা্য্যে ১ লক্ষ টাকা দান করেছেন। অভিনেতা বরা ১ লক্ষ টাকার একটি চেক মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের হাতে তুলে দিয়েছেন। মুখ্যমন্ত্ৰীর ত্ৰাণ তহবিলের জন্য এই টাকা দিয়েছেন তিনি।

সংকটের লগ্নে বরা রাজ্য ও দেশের মানুষকে বন্যার্তদের সাহায্য করার আন্তরিক আর্জি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অসমিয়া ছবির প্ৰখ্যাত অভিনেতা বলেছেন,‘প্ৰতি বছর বন্যায় অসমের মানুষকে এই দুর্ভোগের মুখে পড়তে হয় যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখের। রাজ্যের বন্যার্তদের প্ৰতি আমার সম্পূর্ণ সমর্থন রয়েছে। আজ আমি মুখ্যমন্ত্ৰীর ত্ৰাণ তহবিলে এক লক্ষ টাকার একটি চেক দিয়েছি। দয়া করে আমাদের লোকেদের সাহা্য্যে এগিয়ে আসুন’। রাজ্যের আরও এক ক্ৰীড়া ব্যক্তিত্ব তথা আইপিএল খ্যাত রিয়ান পরাগ দাস বন্যা দুর্গতদের সাহা্য্যে মুখ্যমন্ত্ৰীর ত্ৰাণ তহবিলে ১ লক্ষ টাকা দান করে বদান্যতা ও কর্তব্যের নজির রেখেছেন। মুখ্যমন্ত্ৰী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রিয়ানের এই দানের জন্য কৃতজ্ঞতা প্ৰকাশ করেছেন।

আরও একজন আইপিএস আফিসার বিবেকানন্দ সিং রাজ্যের বন্যা পীড়িতদের সাহায্যে নিজের এক মাসের বেতনের টাকা দান করেছেন। সংকটের মুহূর্তে সিঙের এই দানের উচ্ছ্বসিত প্ৰশংসা করেছেন মুখ্যমন্ত্ৰী সোনোয়াল। অসম তনয়া রিমা দাসও রাজ্যের বন্যা দুর্গতদের সাহা্য্যে একলক্ষ টাকা দান করে এই মাটির মেয়ে হিসেবে নিজের কর্তব্য পরায়ণতার স্বাক্ষর রেখেছেন। উল্লেখযোগ্য কিছু চমৎকার ছবি তৈরি করে রিমা ইতিমধ্যে দেশ ও আন্তর্জাতিক মঞ্চে সাড়া ফেলেছেন। এক লক্ষ টাকা দান করে মা,মাটি,মানুষের প্ৰতি নিজের কর্তব্য নিষ্ঠারই নজির তুলে ধরলেন রিমা।

অভিনেত্ৰী সীমা দাস রাজ্যের বন্যাপীড়িতদের সাহায্যে ৫ লক্ষ টাকা দান করেছেন। তিনি এক বার্তায় দুর্গতদের সাহায্যে সারা দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com