জিও ফাইবার সেবা চালু হচ্ছে ৫ সেপ্টেম্বর,বেইস প্যাকেজ মূল্য ৭০০ টাকা থেকে শুরু

জিও ফাইবার সেবা চালু হচ্ছে ৫ সেপ্টেম্বর,বেইস প্যাকেজ মূল্য ৭০০ টাকা থেকে শুরু

বহু প্ৰতীক্ষিত সুপার স্পিড ইণ্টারনেট সেবা জিও ফাইবার অবশেষে চালু করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্ৰিজ লিমিটেড(আরআইএল)।রিলায়েন্স ইন্ডাস্ট্ৰি লিমিটেডের বার্ষিক বৈঠকে সোমবার একথা ঘোষণা করেন কোম্পানির কর্ণধার মুকেশ আম্বানি। ঘোষণায় বলা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ফাইবার টু-দ্য-হোম(এফটিটিএইচ)সার্ভিস শুরু করা হচ্ছে। এর জন্য বেস প্যাকেজ প্ৰাইস শুরু হচ্ছে ৭০০ টাকা থেকে। ৭০০ টাকায় ১০০ এমবিপিএস স্পিডের প্ৰস্তাব রাখা হয়েছে। উল্লেখ্য,এক বছর আগে অর্থাৎ ২০১৮ সালের ১২ আগস্ট টেলিকম কোম্পানিটি তাদের জিও ফাইবার পরিকল্পনার কথা ঘোষণা করেছিল। তবে ওই সময় তাদের ডাটা পরিকল্পনা ও ডাটা স্পিড সম্পর্কে বিশেষ কিছু উল্লেখ করেনি।

আজকের ঘোষণা অনু্যায়ী,স্পিড ক্যাপাসিটি ১০০ এমবিপিএস সহ জিও ফাইবার ডাটা প্ল্যান বাবদ ৭০০ টাকা লাগবে,যা সবচেয়ে সস্তা বলে উল্লেখ করা হয়েছে।

প্ৰতি মাসে জিও ফাইবার প্ল্যানের সবচেয়ে বেশি মূল্যের পরিমাণ হচ্ছে ১০,০০০ টাকা,যা ব্ৰডব্যান্ড,জিও হোম টিভি এবং জিও-র এলওটি-র আনলিমিটেড এক্সেস থাকছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্ৰির কর্ণধার মুকেশ আম্বানি এই নতুন পরিকল্পনা ও জিও ফাইবার-এর অফারগুলো সম্পর্কে বলেন,‘আইএসডি কলিং মাশুল ইন্ডাস্ট্ৰি রেটের ১/৫ থেকে ১/১০ হবে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্ৰ,কানাডার ক্ষেত্ৰে মাসিক ৫০০ টাকায় আনলিমিটেড প্ৰস্তাব রেখেছি’। তিনি আরও উল্লেখ করেছেন,সব ফাইবার প্যাকেজের সঙ্গে ল্যান্ডলাইন সেবারও সুবিধা থাকছে এবং যেকোনও ভারতীয় অপারেটদের ক্ষেত্ৰে ভয়েস কলিং ফ্ৰি হচ্ছে।

বৈঠকে আম্বানি আরও একটি পরিকল্পনা চালু করার কথা ঘোষণা করেছেন সেটি হলো জিও ফরএভার প্ল্যানস যা এইচডি অথবা ৪ কে এলইডি টেলিভিশন এবং ৪কে সেট-টপ-বক্স ফ্ৰি হচ্ছে এর ব্যবহারকারীদের জন্য। ‘আমরা এটাকে জিও ফাইবার উয়েলকাম অফার বলে সম্বোধন করেছি।

আমাদের এই স্বাগত প্ৰস্তাবের প্ৰতি সাড়া দিয়ে জিও ফাইবারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে আমি সবার প্ৰতি আমন্ত্ৰণ জানাচ্ছি। এব্যাপারে মাশুলের সম্পূর্ণ তালিকা এবং ডাটা প্ল্যান ব্যবহারকারীরা ৫ সেপ্টেম্বরে পেয়ে যাবেন।

আম্বানি পুত্ৰ আকাশ ও কন্যা ঈশা বলেছেন,এই নেটওয়র্কের গতি হচ্ছে ১০০ এমবিপিএফ এবং ১ জিবিপিএস।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Naharkatia Anganwadi School stands out with its unique efforts | The Sentinel News | Assam News

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com