নয়াদিল্লিঃ দিল্লির মহিলাদের জন্য নিঃসন্দেহে এটা সুখবর। কারণ,দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়াল সরকারি বাস এবং মেট্ৰোতে মহিলা যাত্ৰীদের নিখরচায় ভ্ৰমণের সুবিধার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্ৰীর এই ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের পরিচালিত বাসগুলিতে চলাচলকারী ৪০ লক্ষ নিত্যযাত্ৰীর প্ৰায় ৩০ শতাংশকে ভাড়া গুনতে হবে না এবং এরা হলেন মহিলা।
দিল্লি সরকারের এই ঘোষণা মহিলাদের বিশেষভাবে স্বস্তি দেবে। কারণ রাজধানী দিল্লিতে এমন বহু মহিলা আছেন যাদের যাতায়াতের জন্য মেট্ৰোর সু্যোগ সুবিধা গ্ৰহণ করা সম্ভব হয় না ভাড়া বেশি হওয়ায়। কেজরিওয়াল আরও বলেন,প্ৰস্তাবটি রূপায়ণের জন্য বিস্তারিত পরিকল্পনা প্ৰস্তুত করতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ‘আমরা আগামি ২-৩ মাসের মধ্যে এই ব্যবস্থা চালু করার চেষ্টা করছি। এটা রূপায়ণের জন্য আমরা জনগণের পরামর্শও চেয়েছি’।
কেজরিওয়ালের ডেপুটি মনীষ সিসোদিয়া বলেন,‘মহিলাদের নিরাপত্তা বৃদ্ধির কথা মাথায় রেখেই আমরা এই পদক্ষেপ নিতে চাইছি’।