Begin typing your search above and press return to search.

কেন্দ্ৰীয় বিদ্যালয় নং-১ তেজপুর রিক্ৰুটমেন্ট ফর পিজিটি/টিজিটি

কেন্দ্ৰীয় বিদ্যালয় নং-১ তেজপুর রিক্ৰুটমেন্ট ফর পিজিটি/টিজিটি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 March 2020 11:30 AM GMT

কেন্দ্ৰীয় বিদ্যালয় নং-১ তেজপুর রিক্ৰুটমেন্ট ফর পিজিটি/টিজিটি

কেন্দ্ৰীয় বিদ্যালয় নং-১,তেজপুর গ্ৰ্যাজুয়েট শিক্ষক এবং ট্ৰেইনড গ্ৰ্যাজুয়েট শিক্ষক পদে ঠিকার ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য প্ৰার্থী চাইছে।

১. পদের নামঃ পোস্ট গ্ৰ্যাজুয়েট শিক্ষক(ফিজিক্স)

খালি পদঃ ০১

বয়সঃ ১৮-৩৫ বছর।

শিক্ষাগত যোগ্যতাঃ দুবছরের ইন্টিগ্ৰেটেড পোস্ট গ্ৰ্যাজুয়েট এমএসসি।

দ্য কোর্স অফ রিজিওনাল ইন্সটিটিউট অফ এডুকেশন অফ এনসিইআরটি ইন দ্য কনসার্নড সাবজেক্ট অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উল্লিখিত বিষয়ে গড়ে ৫০ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্ৰি অথবা বিএড অথবা সমপর্যায়ের ডিগ্ৰি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। হিন্দি এবং ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের দক্ষতা। কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকা আবশ্যক।

অভিজ্ঞতাঃ নতুনরাও আবেদন করতে পারবেন।

২. পদের নামঃ পোস্ট গ্ৰ্যাজুয়েট টিচার(কেমেস্ট্ৰি)

খালি পদঃ ০১

শিক্ষাগত যোগ্যতাঃ দুবছরের ইন্টিগ্ৰেটেড পোস্ট গ্ৰ্যাজুয়েট এমএসসি। দ্য কোর্স অফ রিজিওনাল ইন্সটিটিউট অফ এডুকেশন অফ এনসিইআরটি ইন দ্য কনসার্নড সাবজেক্ট অথবা উল্লিখিত বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গড়ে কমপক্ষে ৫০ শতাংশ মার্ক অথবা এএড অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমপর্যায়ের ডিগ্ৰি। হিন্দি এবং ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা। কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকা চাই।

অভিজ্ঞতাঃ নতুনরাও আবেদন করতে পারবেন।

৩. পদের নামঃ পোস্ট গ্ৰ্যাজুয়েট টিচার(পলিটিকেল সায়েন্স)

খালি পদঃ ০১

বয়সঃ ১৮-৬৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ টু ইয়ার্স ইন্টিগ্ৰেটেড পোস্ট গ্ৰ্যাজুয়েট এমএসসি। দ্য কোর্স অফ রিজিওনাল ইন্সটিটিউট অফ এডুকেশন অফ এনসিইআরটি ইন দ্য কনসার্নড সাবজেক্ট অথবা উল্লিখিত বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্ৰি সংশ্লিস্ট বিষয়ে কমেও ৫০ শতাংশ নম্বর সহ অথবা বিএড অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমপর্যায়ের ডিগ্ৰি। হিন্দি,ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা। কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকা চাই।

অভিজ্ঞতাঃ নতুনরাও আবেদন করতে পারবেন।

৪. পদের নামঃ পোস্ট গ্ৰ্যাজুয়েট টিচার(ম্যাথেমেটিক্স)

খালি পদঃ ০১

বয়সঃ ১৮-৬৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ টু ইয়ার্স ইন্টিগ্ৰেটেড পোস্ট গ্ৰ্যাজুয়েট এমএসসি। দ্য কোর্স অফ রিজিওনাল ইন্সটিটিউট অফ এডুকেশন অফ এনসিইআরটি ইন দ্য কনসার্নড সাবজেক্ট অথবা উল্লিখিত বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্ৰি সংশ্লিষ্ট বিষয়ে গড়ে ৫০ শতাংশ নম্বর সহ অথবা বিএড অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম পর্যায়ের ডিগ্ৰি। হিন্দি,ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা। কম্পিউটার জানা চাই।

অভিজ্ঞতাঃ নতুনরাও আবেদন করতে পারবেন।

৫. পদের নামঃ ট্ৰেইনড গ্ৰ্যাজুয়েট টিচার(ইংলিশ)

খালি পদঃ ০১

বয়সঃ ১৮-৬৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ ফোর ইয়ার্স ইন্টিগ্ৰেটেড ডিগ্ৰি কোর্স অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি ইন দ্য কনসার্নড সাবজেক্ট,সংশ্লিষ্ট বিষয়ে গড়ে ৫০ শতাংশ নম্বর অথবা সংশ্লিষ্ট বিষয়ে এবং কম্বিনেশন অফ সাবজেক্টে ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্ৰি।

হিন্দি ও ইংরেজি মাধ্যমে পড়ানোর যোগ্যতা এবং কম্পিউটার জানা চাই।

কাজের অভিজ্ঞতাঃ নতুনরাও আবেদন করতে পারবেন।

বাছাই প্ৰক্ৰিয়াঃ তালিকাভুক্ত প্ৰার্থীদের ব্যক্তিগত সাক্ষাৎকারে পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করা হবে।

আবেদনের প্ৰক্ৰিয়াঃ ১৯ মার্চ ২০২০ তারিখ প্ৰার্থীদের ওয়াক-ইন-ইন্টারভিউতে উপস্থিত হতে হবে। কেভি নং ১-এর নির্দেশিত কমন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে অথবা বিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে ডাউনলোড করে নির্ধারিত ফর্ম পাওয়া যাবে। ফর্ম পূরণ করে তার সঙ্গে টেস্টিমোনিয়েলসের অ্যাটাস্টেড কপি সহ সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে।

শেষ তারিখঃ ১৯-০৩-২০২০

Details: Click Here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ সেন্ট্ৰাল পলিউশন কন্ট্ৰোল বোর্ড রিক্ৰুটমেন্ট ২০২০ মাল্টিপুল ভেকেন্সিস

Next Story