Begin typing your search above and press return to search.

অসমের তিন বিশিষ্ট নাগরিকের সঙ্গে দেখা করলেন রিজিজু

অসমের তিন বিশিষ্ট নাগরিকের সঙ্গে দেখা করলেন রিজিজু

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  23 Sep 2019 10:52 AM GMT

গুয়াহাটিঃ এক দেশ এক সংবিধান-এর প্ৰচার অভিযানকালে কেন্দ্ৰীয় ক্ৰীড়া ও যুব বিষয়ক দপ্তরের প্ৰতিমন্ত্ৰী কিরেন রিজিজু রবিবার গুয়াহাটিতে অসমের তিন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করেন। রবিবার রাজ্যের যে তিন বিশিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে রিজিজু দেখা করেছেন তারা হলেন পদ্মশ্ৰী খেতাব জয়ী ডা. ইলিয়াস আলি,অসম সাহিত্যসভার প্ৰাক্তন সভাপতি তথা প্ৰোথিতযশা সাহিত্যিক ড. লক্ষ্মীনন্দন বরা এবং ফুটবলার গিলবার্টসন সাংমা।

বিজেপি-র রাজ্য কার্যালয় থেকে রবিবার প্ৰকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে,জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর বিজেপি নেতারা দেশের বিভিন্ন স্থানের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করছেন। পারস্পরিক মত বিনিময়ের সময় রিজিজুর সঙ্গে ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি রঞ্জিৎকুমার দাস এবং দলের অন্যান্য নেতারা।

আলাপচারিতার সময় পদ্মশ্ৰী ডা. ইলিয়াস আলি জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ করা নিয়ে প্ৰশ্ন করা হলে বলেন,‘কেন্দ্ৰীয় সরকার কাশ্মীর থেকে কেন সংবিধানের ৩৭০ ধারা তুলে নিলো সে ব্যাপারে জনগণকে সচেতন করতেই কেন্দ্ৰীয় মন্ত্ৰী বর্তমানে জন সংযোগের কাজে ব্যস্ত রয়েছেন। জনসংখ্যা নিয়ন্ত্ৰণের লক্ষ্যে আমার যে অবদান রয়েছে কেন্দ্ৰীয় মন্ত্ৰী রিজিজু এর জন্য আমার প্ৰশংসা করেছেন’।

ডা.আলি বলেন, ‘আমি মন্ত্ৰীকে বলেছি আমি ভারত বিভাজনের বিরোধী। সম্মিলিত ভারতের পক্ষে সমর্থন জানিয়ে আমি তাঁকে বলেছি,‘ঐক্যবদ্ধ ভারতই দেশকে শক্তিশালী করতে পারবে’।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ সরবরাহ কম হওয়ায় পেঁয়াজের দর হুহু করে বাড়ছে

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 9 killed, 15 injured in head on collision in Demow | The Sentinel News | Assam News

Next Story
সংবাদ শিরোনাম