কেকেএইচএসওইউ রিক্ৰুটমেন্ট ২০২০

কেকেএইচএসওইউ রিক্ৰুটমেন্ট ২০২০
বিশ্ববিদ্যালয়ের দুটো প্ৰকল্পের অধীনে নিম্নলিখিত পদের জন্য সম্পূর্ণ ঠিকাভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে আগ্ৰহী প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করা হয়েছে। বিজ্ঞাপন প্ৰকাশের দিন থেকে ৭ দিনের মধ্যে আবেদন করতে হবে প্ৰার্থীদের।
পদের নামঃ ইয়ং রিপোটার্স কমিউনিকেশন অ্যান্ড প্ৰোগ্ৰাম ম্যানেজার
পদের সংখ্যাঃ ০১
বয়সের সীমাঃ বয়সের সীমা নেই।
বেতনঃ আলোচনা সাপেক্ষ
শিক্ষাগত যোগ্যতাঃ পাবলিক অ্যাফেয়ার্স,পলিটিক্যাল সায়েন্স,সোশিয়েল ওয়র্ক,সাংবাদিকতা,মাস কমিউনিকেশন অথবা এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য ক্ষেত্ৰে অ্যাডভান্স ইউনিভার্সিটি ডিগ্ৰি।
কাজের অভিজ্ঞতাঃ মিডিয়া/বাহ্যিক সম্পর্ক,বিশেষ করে আন্তর্জাতিক প্ৰতিষ্ঠানে ৫ বছর কাজ করার পেশাগত অভিজ্ঞতা থাকা চাই। সেইসঙ্গে সোশিয়েল মিডিয়া,ক্যাম্পেইনিং এবং পাবলিক অ্যাভোকেসিতে অভিজ্ঞতা থাকতে হবে।
বাছাই প্ৰক্ৰিয়াঃ কর্তৃপক্ষের সিদ্ধান্ত আনু্যায়ী যথাযথ সিলেকশনের মাধ্যমে প্ৰার্থীদের তালিকা বাছাই করা হবে।
ঠিকানাঃ রেজিস্ট্ৰার কৃষ্ণকান্ত সন্দিকৈ স্টেট ওপেন ইউনিভার্সিটি পাটগাঁও,রানি,গুয়াহাটি-৭৮১০১৭,আসাম,ইন্ডিয়া
টু অ্যাপ্লাইঃ প্ৰয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা আগ্ৰহী প্ৰার্থীরা রেজিস্ট্ৰার কৃষ্ণকান্ত সন্দিকৈ স্টেট ওপেন ইউনিভার্সিটি পাটগাঁও,রানি,গুয়াহাটি-৭৮১০১৭,আসাম,ইন্ডিয়া অথবা ই-মেলঃ রেজিস্ট্ৰার @kkhsou.in তে ১২ ফেব্ৰুয়ারি ২০২০-র মধ্যে আবেদন পাঠাতে পারবেন।
শেষ তারিখঃ ১২-০২-২০২০
Details: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআইএ রিক্ৰুটমেন্ট ২০২০ ফর ডাটা এন্ট্ৰি অপারেটর