Begin typing your search above and press return to search.

কুমার সঞ্জয় কৃষ্ণ অসমের মুখ্যসচিব নিযুক্ত

কুমার সঞ্জয় কৃষ্ণ অসমের মুখ্যসচিব নিযুক্ত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 Dec 2019 1:02 PM GMT

গুয়াহাটিঃ অসম সরকারের গৃহ,রাজনৈতিক,রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা,তথ্য ও জনসংযোগ এবং প্ৰিন্টিং ও স্টেশনারি বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণকে(১৯৮৫ ব্যাচের আইএএস)রাজ্যের মুখ্যসচিব পদে নিয়োগ করা হয়েছে।

মুখ্যসচিব আলোক কুমারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার দিন থেকেই সঞ্জয় কৃষ্ণের এই নতুন নিয়োগ কার্যকর হবে।

১৯৮৪ ব্যাচের আইএএস আফিসার অলোক কুমার ২০১৯-এর ৩১ ডিসেম্বর অবসর নিচ্ছেন। কুমার সঞ্জয় কৃষ্ণ অবিভক্ত কামরূপ জেলার জেলাশাসকও ছিলেন। কেন্দ্ৰীয় মন্ত্ৰকের গুরুত্বপূর্ণ পদেও ডেপুটেশনে ছিলেন কুমার। সুদক্ষ নেতৃত্বের জন্য তাঁর যথেষ্ট নাম ডাক রয়েছে। অসমে যখন একটা অশান্ত পরিস্থিতি চলছে সে সময়ই তাঁকে ওই পদে নিয়োগ করা হয়েছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ক্যা বিরোধী প্ৰতিবাদের প্ৰভাব,রাজ্যে ১০ দিন পর খুলল শিক্ষা প্ৰতিষ্ঠানগুলি

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Krishak Shramik Unanyan Parishad & 7 other organizations calls for 12-hr Assam Bandh on Dec 27

Next Story
সংবাদ শিরোনাম