লখিমপুরঃ বৃহৎ বাঁধ নির্মাণ বিরোধী আন্দোলনের জন্য আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে লখিমপুরের পরিস্থিতি। আগামি ২৮ নভেম্বর থেকে ফের শুরু হচ্ছে বৃহৎ বাঁধ নির্মাণ বিরোধী আন্দোলন। অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদের(অজা্যুছাপ)লখিমপুর জেলা শাখা ২৮ নভেম্বর বৃহৎ বাঁধ নির্মাণের বিরুদ্ধে এক গুচ্ছ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। নিম্ন সুবনশিরি জল বিদ্যুৎ প্ৰকল্পের বাঁধ নির্মাণের বিরুদ্ধে এই আন্দোলন কর্মসূচির নাম দেওয়া হয়েছে রণধ্বনি। ধেমাজি জেলার অসম-অরুণাচল সীমান্তের গেরুকামুখে এনএইচপিসি ওই বাঁধ নির্মাণ প্ৰকল্পটির কার্যালয় স্থাপন করে ওখানেই নির্মাণ সামগ্ৰী সঞ্চিত রেখেছে।
আন্দোলন কর্মসূচির বিস্তারিত জানিয়ে অজা্যুছাপের লখিমপুর শাখার সভাপতি লুলু বরুয়া এবং সাধারণ সম্পাদক সুদীপ্ত হাজরিকা বলেন,তারা যে একগুচ্ছ আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছেন তা ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
লখিমপুর শহরের হনুমান মন্দিরের কাছে নিম্ন সুবনশিরি বাঁধ নির্মাণ প্ৰকল্পের জন্য এনএইচপিসি লিমিটেডের সঞ্চিত করে রাখা নির্মাণ সামগ্ৰীর স্থল থেকে এই আন্দোলন শুরু করা হবে। বাঁধ নির্মাণের সমর্থকদের নিন্দা করে ৩০ নভেম্বর আয়োজন করা হবে যজ্ঞানুষ্ঠানের। ১ ডিসেম্বর রঙা নদীর তীরে পালন করা হবে জল সঙ্কল্প কর্মসূচি। ২ ডিসেম্বর চাওলুং চুকাফার প্ৰতি শ্ৰদ্ধা জানাবে সংগঠন। ৩ ডিসেম্বর থেকে বৃহৎ বাঁধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার চলবে সংগঠনের আন্দোল কর্মসূচি। বৃহৎ বাঁধ নির্মাণ বিরোধী বিভিন্ন কর্মী ও সংস্থা এই আন্দোলনে অংশ নেবে। অজাযুছাপের লখিমপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন একথা।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ডিগবয়ে পেট্ৰোল পাম্পে ডাকাতি ১.৫০ লক্ষ টাকা লুট
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Broad daylight Robbery in Digboi, Rs 1 5 lakh looted