লক্ষ্মীপুর কলেজ,গোয়ালপাড়া রিক্ৰুটমেন্ট ২০২০

লক্ষ্মীপুর কলেজ,গোয়ালপাড়া রিক্ৰুটমেন্ট২০২০
লক্ষ্মীপুর কলেজ,গোয়ালপাড়া অ্যাসিস্টেন্ট প্ৰফেসরের ৫টি পদে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে।
পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর(ইংলিশ,অসমিয়া,আরবিক,ইতিহাস)
পদের সংখ্যাঃ ০৫
শিক্ষাগত যোগ্যতা ও বাছাই প্ৰক্ৰিয়া সরকারি অফিস মেমোরেন্ডাম নং এএইচই ৪০৭/২০১৭/৪৪ তাং ০৮-১১-২০১৮ অনু্যায়ী হবে । নেট/শ্লেট/সেট নিয়োগের বাধ্যতামূলক শর্ত।
ইউজিসি রেগুলেশন ২০০৯ অনু্যায়ী যে সব প্ৰার্থীর পিএইচডি ডিগ্ৰি রয়েছে তাদের নেট/শ্লেট/সেট-এর শর্ত থেকে ছাড় দেওয়া হবে। পিএইচডি ডিগ্ৰিধারীদের ক্ষেত্ৰে মার্কে ৫ শতাংশ ছাড় থাকছে যারা ১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বরের আগে মাস্টার ডিগ্ৰি অর্জন করেছেন। আবেদন দাখিলের শেষ তারিখের আগে প্ৰার্থীদের এই যোগ্যতা অর্জন করতে হবে। এমফিল/পিএইচডি/সেমিনার পেপারস/পাবলিকেশন ইত্যাদির মতো যোগ্যতাগুলো অর্জন করে তা সাক্ষাৎকারের তারিখে দাখিল করতে হবে,এর পরে নয়।
বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত প্ৰার্থীর বয়স ৩৮ এর বেশি নয়। এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীর ক্ষেত্ৰে ৫ বছর ও ওবিসি/এমওবিসি প্ৰার্থীর ক্ষেত্ৰে ৩ বছর ছাড় থাকছে।
বেতনঃ ইউজিসি স্কেল অনু্যায়ী বেতন এবং সঙ্গে থাকছে রুল অনু্যায়ী অন্যান্য ভাতা।
নোটঃ প্ৰার্থীর স্থায়ী বাসিন্দার প্ৰমাণপত্ৰ(পিআরসি)থাকতে হবে এবং স্থানীয় ভাষা জানা চাই। চাকরিতে থাকা প্ৰার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এনওসি সংগ্ৰহ করে প্ৰোপার চ্যানেলে আবেদন করতে পারবেন।
কিভাবে আবেদন করবেনঃ প্ৰাসঙ্গিক নথিপত্ৰ সহ আবেদন পত্ৰের সঙ্গে ২৫০০ টাকার(দুহাজার পাঁচশো টাকার)ডিমান্ড ড্ৰাফট প্ৰিন্সিপাল,লক্ষ্মীপুর কলেজের অনুকূলে,পেয়েবল অ্যাট আসাম কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংক লিমিটেড লক্ষ্মীপুর শাখা,২৮-০২-২০২০ তারিখে এই বিজ্ঞাপন প্ৰকাশের ১৫(পনেরো)দিনের মধ্যে প্ৰিন্সিপাল অ্যান্ড সেক্ৰেটারি,লক্ষ্মীপুর কলেজে পৌঁছতে হবে।
শেষ তারিখঃ ১৫-০৩-২০২০
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,অসম রিক্ৰুটমেন্ট ২০২০