গুয়াহাটিঃ রাজ্যে নতুন ভূমি নীতি ২০১৯ কার্যকরী হওয়ায় উপজাতি বেল্ট ও ব্লকের জমি অকর্তৃত্বশীল কোনও ব্যক্তিকে বিক্ৰি করার ক্ষেত্ৰে কঠোর বিধিনিষেধ চাপানো হবে। অনুরূপভাবে রাজ্যে থাকা সত্ৰ,ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান,প্ৰাচীন সৌধ,পুকুর ইত্যাদি সংরক্ষণে নেওয়া হবে প্ৰয়োজনীয় পদক্ষেপ। ভূমিনীতিতে বলা হয়েছে,এধরনের জমি কাউকে বরাত দেওয়া অথবা কোনও ব্যক্তি বা প্ৰতিষ্ঠানকে বরাদ্দ করা হবে না। সত্ৰ এবং অন্যান্য ধর্মীয় ও দাতব্য প্ৰতিষ্ঠানের জমি বেআইনিভাবে যারা দখল করে রেখেছে তাদের অবিলম্বে ওই সমস্ত জমি থেকে অপসারণ করতে জেলাশাসকদের ক্ষমতা দেওয়া হচ্ছে। এজাতীয় জমির ওপর জরিপ চালিয়ে একটি ডাটাবেস প্ৰস্তুত করা হবে। এগুলোকে সংরক্ষিত জমি ঘোষণা করার লক্ষ্যে বিজ্ঞপ্তি জারিরও পদক্ষেপ নেওয়া হচ্ছে। ল্যান্ড রেকর্ড স্টাফ এজাতীয় জমির রেকর্ড ঠিকঠাক রাখতে প্ৰয়োজনীয় পদক্ষেপ নেবেন। রাজ্য মন্ত্ৰিসভা গত ২১ অক্টোবর ‘অসম ভূমিনীতি ২০১৯’-এর প্ৰতি অনুমোদন জানিয়েছেন।
কামরূপ(মেট্ৰো)এবং কামরূপ জেলার মধ্যে সে সমস্ত সংরক্ষিত বেল্ট ও ব্লক রয়েছে সংশ্লিষ্ট জেলাশাসক রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আগাম অনুমোদন ছাড়া সেই সব জমি হস্তান্তরে অনুমতি দিতে পারবেন না। সংরক্ষিত বেল্ট ও ব্লকের জমি সংরক্ষণে নতুন ভূমি নীতিতে কঠোরভাবে বলা হয়েছে,সংরক্ষিত বেল্টের জমি হস্তান্তর বা হাত বদলে জেলাশাসকদের অনুমতি দেওয়া হয়নি।
নতুন ভূমি নীতিতে বলা হয়েছে,সংরক্ষিত বেল্ট বা ব্লকের মধ্যে কোনও অযোগ্য ব্যক্তি যাতে জমি অর্জনের অনুমতি না পায় জেলাশাসকদের সেদিকে নজর রাখতে হবে। সংরক্ষিত বেল্ট ও ব্লকের জমি থেকে অযোগ্য ব্যক্তিকে অপসারণ সহ ৮৬ সালের অসম ল্যান্ড অ্যান্ড রেভিনিউ রেগুলেশনের(এএলএলআর)সমস্ত বিধি ব্যবস্থা মেনে চলতে বলা হয়েছে। বেআইনিভাবে সংরক্ষিত এলাকার জমি দখল করে রাখা ব্যক্তিদের উচ্ছেদ করতে বলা হয়েছে নতুন ভূমি নীতিতে। অযোগ্য কোনও ব্যক্তি যদি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে সংরক্ষিত ব্লক বা বেল্টের জমি অধিকারের চেষ্টা করে তাহলে সেটা প্ৰতিহত করতেও বলা হয়েছে ওই নীতিতে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ময়নাতদন্তের রিপোর্টঃ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্ৰেপ্তার জিএমসিএইচ-এর ডাক্তার
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Northeast Frontier Railways Mazdoor Union opposes privatization of trains in Country