নামঘরে চুরির ঘটনায় গ্ৰেপ্তার দুই

নামঘরে চুরির ঘটনায় গ্ৰেপ্তার দুই

Published on

গুয়াহাটিঃ মহানগরীর প্ৰখ্যাত উগ্ৰতারা দেবালয়ে চুরি কাণ্ডের পর ওই এলাকার বরখেলিয়া নামঘরে চুরির ঘটনা ঘটে সম্প্ৰতি। তবে লতাশিল পুলিশ বকোতে অভিযানে নেমে ছয়জনকে আটক করে। এদের মধ্যে দুজনকে গ্ৰেপ্তার করা হয়েছে। ধৃত দুজনকে নজমুল হক এবং আকেশ আলি নামে শনাক্ত করা হয়েছে। এদের কাছ থেকে বেশকটি পুরনো মুদ্ৰা উদ্ধার হওয়ার পর পুলিশ দুজনকে হেফাজতে নিয়েছে। অন্যান্য চারজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com