Begin typing your search above and press return to search.

যোরহাটে খাঁচাবন্দি চিতা

যোরহাটে খাঁচাবন্দি চিতা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  17 May 2019 9:13 AM GMT

যোরহাটঃ যোরহাটের শহরতলি চিনামরার ওএনজিসিএল চত্বর থেকে বৃহস্পতিবার একটি চিতা বাঘকে খাঁচাবন্দি করা হয়। বনবিভাগ সূত্ৰ জানিয়েছে এখবর। চলতি মাসে এখানে এই নিয়ে দ্বিতীয়বার আরও একটি চিতাকে খাঁচাবন্দি করা হলো। যোরহাটের চিনামরা স্থিত ওএনজিসি কলোনি বর্তমানে চিতাবাঘের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। চিনামরার আশেপাশে থাকা চা বাগানগুলি গিবন অভয়ারণ্যের সীমান্তের সঙ্গে জুড়ে রয়েছে। তাই গিবন অভয়ারণ্য থেকে চা বাগানের ভিতর দিয়ে চিতারা প্ৰায়ই হানা দিচ্ছে চিনামরার এই এলাকায়।

ওএনজিসিএল চত্বরের কর্মী ও পরিবারের সদস্যরা বাঘের আতঙ্কে এখন সন্ধ্যা নামতেই ঘরমুখো হচ্ছেন। ওএনজিসিএল কর্তৃপক্ষ গত এপ্ৰিল মাসে ওই এলাকায় চিতার দৌরাত্ম্য থেকে বাঁচতে একটি খাঁচা পেতে রেখেছিলেন। অবশেষে ৫ মে একটি মেয়ে চিতা ওই খাঁচায় আটকা পড়ে। দ্বিতীয় চিতাটি খাঁচাবন্দি হয় বৃহস্পতিবার সাত সকালে। খাঁচাবন্দি চিতাটিকে যোরহাট বন ডিভিশনের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে এই চিতাটিকে কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে-জানান বনকর্তা টঙ্কেশ্বর গায়ন।

Next Story
সংবাদ শিরোনাম