‘আমাদের শিশুদের শান্তিতে বড় হতে দিন’,আলফাকে(আই)জুবিনের খোলা চিঠি

‘আমাদের শিশুদের শান্তিতে বড় হতে দিন’,আলফাকে(আই)জুবিনের খোলা চিঠি

গুয়াহাটিঃ যুব প্ৰজন্মের হার্টথ্ৰব খ্যাতনামা সংগীত শিল্পী জুবিন গার্গ নিষিদ্ধ সংগঠন আলফাকে(আই)খোলা চিঠি লিখেছেন। চিঠিতে জুবিন আলফাকে(আই)শান্তি প্ৰতিষ্ঠায় বিপ্লবের সূচনা করার আহ্বান জানিয়েছেন। গত বুধবার গুয়াহাটির বুকে গ্ৰেনেড বিস্ফোরণের পরই আলফার প্ৰতি ওই আর্জি জানান জুবিন।

আলফাকে(আই) লেখা এই চিঠিটি জুবিন সোমবার ফেসবুকে পোস্ট করেন। চিঠিতে তিনি লিখেছেন ‘আমিও একটা বিপ্লব চাই। আমি চাই একটা পরিবর্তনের বিপ্লব। যেখানে থাকবে শুধু শান্তি আর শান্তি’। নিরীহ মানুষ মেরে আখেরে কোনও লাভ হবে না। ভয়,আতঙ্ক ছড়িয়ে কখনো দেশ গড়া যায় না। কঠোর পরিশ্ৰমের মাধ্যমেই সেটা সম্ভব। চিঠিতে আলফার উদ্দেশে জুবিন লিখেছেন ‘কিভাবে চাষবাস করতে হয়,কিভাবে বীজ বপন করতে হয় এবং কিভাবেই বা জীবনের স্বপ্নকে সাকার করতে হয় সেই শিক্ষা দিন আমাদের যুবকদের’।

‘আপনারা যদি কিছু গড়তে চাইছেন তাহলে মাজুলিকে গড়ুন। যদি আপনারা কিছু ধ্বংস করতে চাইছেন তাহলে কাজিরঙার ওপর যে হুমকি দেখা দিয়েছে তা ধ্বংস করুন’-চিঠিতে লিখেছেন জুবিন।

অসমের বন্যার প্ৰসঙ্গ তুলে জুবিন চিঠিতে আলফাকে বন্যার বিরুদ্ধে বিপ্লব গড়ে তোলার আহ্বান জানান। ‘আমি এমন বিপ্লব চাই যা মূলস্ৰোতের অংশ হতে পারে। সংগীত শিল্পী আরও উল্লেখ করেছেন ‘আমি বরাবর সন্ত্ৰাসবাদের বিরোধী। সন্ত্ৰাসবাদ অধিকার,শিক্ষা,উন্নয়ন,অগ্ৰগতির পথে কখনোই সদর্থক হবে না। প্ৰত্যেক মানুষের মধ্যে শিল্পী সত্তা রয়েছে এবং প্ৰতিজন শিল্পীই শান্তির পক্ষে দাঁড়াবেন। আমি শান্তি ও পরিশ্ৰমের বার্তাবাহক। চলুন আমরা কাজ করি,স্বপ্ন দেখি,চেষ্টা করি আকাশ ছুতে,সেটাই হবে বৃহত্তর স্বার্থের পরিপূরক।

‘আমাদের ছেলেরা শান্তিতে বড় হোক,সবাইকে বাঁচতে দিন। হত্যা,হিংসায় কোনও ন্যায় নেই-চিঠিতে এভাবেই আলফা(আই)প্ৰতি আবেদন জানিয়েছেন জুবিন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com