লোকসভায় উঠলো নাগরিকত্ব সংশোধনী বিল,৮২ তুলনায় ২৯৩ ভোটে প্ৰস্তাব স্বীকার

লোকসভায় উঠলো নাগরিকত্ব সংশোধনী বিল,৮২ তুলনায় ২৯৩ ভোটে প্ৰস্তাব স্বীকার
Published on

নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)২০১৯ মঙ্গলবার লোকসভায় উত্থাপন করা হয়। বিলটির বিরোধিতায় অসমে উত্তাল পরিস্থিতি চলার মধ্যেই স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ লোকসভায় বিলটি উত্থাপন করেন। ভোটাভুটির সময় বিলটির পক্ষে ২৯৩ ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে ৮২টি।

আজই গৃহীত হবে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। বিলটি নিয়ে আজ বিকেল ৩-৩০ মিনিটে হবে আলোচনা। চার ঘণ্টা ব্যাপী অনুষ্ঠেয় এই আলোচনা শুরু করবেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী কিরেন রিজিজু। সন্ধ্যা ৭-৩০ মিনিটে গৃহীত হবে ক্যাব।

স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ আজ বিলটি লোকসভায় উত্থাপন করেন। রাজপথ থেকে সংসদ পর্যন্ত বিরোধিতা করা হয়েছে জাতি ধ্বংসী এই বিলটির বিরুদ্ধে। অসমিয়া জাতির অস্তিত্বকে সংকটের মুখে ঠেকে দিয়ে,গণ আন্দোলন উপেক্ষা করে অবশেষে অমিত শাহ বিলটি লোকসভায় উত্থাপন করেন। এর আগেই সব সদস্যদের সংসদে উপস্থিত থাকার জন্য বিজেপি হুইপ জারি করেছিল।

বিলটি সম্পর্কে অমিত শাহ বলেছেন,কংগ্ৰেসের জন্যই এই বিলটির প্ৰয়োজন হয়েছে। ধর্মের ভিত্তিতে কংগ্ৰেস দেশ বিভাজন করেছে। কংগ্ৰেস যদি ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন না করতো তাহলে এই বিলের প্ৰয়োজন হতো না বলে উল্লেখ করেন অমিত শাহ।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Normal life paralyzed in Tinsukia after 48 hr bandh called by Moran Students’ Union

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com