Begin typing your search above and press return to search.

লোকসভা নির্বাচনঃ গণনার প্ৰস্তুতি নিচ্ছে নির্বাচন বিভাগ

লোকসভা নির্বাচনঃ গণনার প্ৰস্তুতি নিচ্ছে নির্বাচন বিভাগ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  17 May 2019 7:49 AM GMT

গুয়াহাটিঃ লোকসভা নির্বাচনের ভোটগণনার আর মাত্ৰ ছদিন বাকি। আগামি ২৩ মে শুরু হচ্ছে ভোটগণনা। ২০১৯-এর সাধারণ নির্বাচনে ভোটগণনার প্ৰক্ৰিয়া শুরু করার জন্য রাজ্য নির্বাচন বিভাগ জোর প্ৰস্তুতি হাতে নিচ্ছে। অসমের মুখ্য নির্বাচন আধিকারিক এমসি সাহু বৃহস্পতিবার দ্য সেন্টিনেলকে বলেছেন,‘গণনা প্ৰক্ৰিয়ার জন্য রিটার্নিং অফিসার,জেলাশাসক,মহকুমা আধিকারিক(এসডিও,সিভিল)এবং নির্বাচনি কর্তাদের ইতিমধ্যেই প্ৰয়োজনীয় নির্দেশিকা ও গাইডলাইনস পাঠানো হয়েছে’। সারা রাজ্যে ভোট গণনার কাজ তদারক করার জন্য নির্বাচন কমিশন(ইসি)কেন্দ্ৰীয় পর্যবেক্ষক নিয়োগ করছে। সব গণনা কেন্দ্ৰে কেন্দ্ৰীয় সশস্ত্ৰ পুলিশ বাহিনি(সিএপিএফ)এবং অসম পুলিশ সহ ত্ৰিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্ৰহণ করা হচ্ছে। ইভিএম এবং ভিভিপিএটিগুলি বর্তমানে গোটা রাজ্যের ৫১টি স্ট্ৰং রুমে তালা বন্দি অবস্থায় রাখা আছে। সব গণনা কেন্দ্ৰে মোতায়েত থাকবে রাজ্য পুলিশ।

২৩ মে সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। সুপ্ৰিমকোর্টের নির্দেশ অনু্যায়ী ভোটার ভ্যারিফায়েবল অডিট পেপার ট্ৰেল(ভিভিপিএটি)স্লিপগুলি ইভিএম মেশিনের সঙ্গে টেলি করা হবে। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেইহেতু ওই দিন বিকেল চারটের পরই ফলাফল ঘোষণা করা হবে।

পুরো গণনা প্ৰক্ৰিয়ার রেকর্ড ধরে রাখা হবে ভিডিওতে। প্ৰতিটি বিধানসভা কেন্দ্ৰের ১৪টি টেবলে একসঙ্গে চলবে গণনা। নির্দিষ্ট বিধানসভা কেন্দ্ৰের ইভিএমগুলিতে পড়া ভোট এবং ফাইভ ভিভিপিএটি স্লিপগুলি ট্যালি করে দেখা হবে।

Next Story
সংবাদ শিরোনাম