লেফটেনাণ্ট জেনারেল আরপি কলিতা ইস্টার্ন কমান্ডের সিওএস হলেন

মঙ্গলদৈঃ লেফটেনাণ্ট জেনারেল রানা প্ৰতাপ কলিতা শুক্ৰবার কলকাতার ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ(সিওএস)হিসেবে যোগ দিয়েছেন। অসমের এই কৃতী সন্তান ভারতীয় সেনাবাহিনীতে অসমের দ্বিতীয় লেফটেনাণ্ট জেনারেল পদে বহাল রয়েছেন। তবে ইস্টার্ন কমান্ডের সিওএস হিসেবে নিয়োজিত অসমের প্ৰথম সেনা আধিকারিক তিনি।
পুরো উত্তর পূর্বাঞ্চল এবং অন্যান্য কিছু এলাকা দেখভালের দায়িত্ব রয়েছে ইস্টার্ন কমান্ডের ওপর।
অসমের গোয়ালপাড়া সৈনিক স্কুলের প্ৰাক্তন ছাত্ৰ কলিতা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি(এনডিএ)থেকে শিক্ষা গ্ৰহণ করেছেন। ইতিপূর্বে সেনা মেডেল এবং বিশিষ্ট সেবা মেডেলে(দুবার)সম্মানিত হয়েছেন তিনি সেনাবাহিনীতে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে। রাষ্ট্ৰের প্ৰতি অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে অতি বিশিষ্ট সেবা পদক দিয়েও সম্মানিত করা হয়েছে।
কাশ্মীর উপত্যকার উরি সেক্টরে ফিদায়েঁ আক্ৰমণের সময় অনবদ্য পারফরম্যান্সের জন্যই তাঁকে ওই পদক দিয়ে সম্মানিত করা হয়েছিল। ওই সময় কাশ্মীরের বারামুলায় তিনি XIX ইনফেন্ট্ৰি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং পদে বহাল ছিলেন।
আদর্শ স্কুল শিক্ষক প্ৰয়াত যোগেন্দ্ৰ কলিতা এবং প্ৰয়াত রেণু কলিতার পুত্ৰ তিনি। রানা প্ৰতাপের পুত্ৰ নিশান্ত কলিতাও সেনাবাহিনীর ক্যাপ্টেন পদে বহাল রয়েছেন। সেনাবাহিনীর বিভিন্ন উঁচু পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন লেফটেনাণ্ট জেনারেল কলিতা।