গণপিটুনিতে ডাক্তার হত্যা,২৪ ঘণ্টা চিকিৎসা বন্ধের ডাক আইএমএ-র

গণপিটুনিতে ডাক্তার হত্যা,২৪ ঘণ্টা চিকিৎসা বন্ধের ডাক আইএমএ-র

গুয়াহাটিঃ যোরহাট জেলার টিয়ক টি এসেস্টে কর্তব্যরত অবস্থায় ডা.দেবেন দত্তকে একদল উন্মত্ত জনতা পিটিয়ে হত্যা করার ঘটনায় রাজ্য জুড়ে প্ৰতিবাদের ঝড় উঠেছে। এই ঘটনার প্ৰতিবাদে রাজ্যের ডাক্তাররা মঙ্গলবার থেকে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাম্প্ৰতিককালে রাজ্যের চা বাগানে কর্মরত চিকিৎসক নিগ্ৰহের এটি সবচেয়ে বড় ঘটনা। চিকিৎসক দেবেন দত্তকে হত্যার ঘটনা সমস্ত সহ্যের সীমা ছাপিয়ে গেছে। ‘এর বিরুদ্ধে প্ৰতিবাদ জানানো এবং কর্মস্থলে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছে এটাই চূড়ান্ত সময়’। এক প্ৰেস বিবৃতিতে একথা বলেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের অসম শাখা। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের(আইএমএ)রাজ্য সভাপতি ড.সত্যজিৎ বরা এবং সংস্থার রাজ্য সম্পাদক ড.হেমাঙ্গ বৈশ্য বলেন,ডাক্তাররা সমসময়ই ধর্মঘটে যেতে ইতস্তত করে থাকেন। কিন্তু শনিবার ডাক্তার দেবেন দত্তকে নে নৃশংসভাবে হত্যা করা হলো তার প্ৰতিবাদ জানানো ছাড়া বিকল্প কোন পথ নেই। তাই আইএমএ ৩ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ৪ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ ২৪ ঘণ্টা সারা রাজ্যে চিকিৎসা সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে ধর্মঘটের আওতা থেকে জরুরিকালীন সেবা ছাড় দেওয়া হয়েছে।

‘ডাক্তারদের বিরুদ্ধে এধরনের হিংসাত্মক ঘটনার ২৯টি মামলার মধ্যে পুলিশ এপর্যন্ত ১৪টি মামলার চার্জশিট জমা দিয়েছে। ১০টি মামলার তদন্ত এখনও ঝুলে আছে। রাজ্য প্ৰশাসন এবং পুলিশের অবহেলার জন্য এজাতীয় ঘটনা চাড়া দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। ‘রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্ৰের চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্ৰায়ই চিকিৎসকদের জীবনে হুমকি আসছে’-আইএমএ-র একজন কর্মকর্তা এই মন্তব্য করেন।

আইএমএ ‘অসম মেডিকেয়ার সার্ভিস পারসন্স অ্যান্ড ইন্সটিটিউশনস প্ৰিভেনশন অফ ভায়োলেন্স অ্যান্ড ডেমেজ টু প্ৰপারটিজ অ্যাক্ট ২০১১-র সক্ৰিয় রূপায়ণের দাবি জানিয়েছে। ওই আইনে যেকোনও চিকিৎসকের নিগ্ৰহ এবং আক্ৰমণ জামিন অযোগ্য এবং আদালত গ্ৰাহ্য অপরাধ হিসেবে গণ্য করার ব্যবস্থা রয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam NRC 2019 Final List: Mangaldai Nagarik Manch addresses media | The Sentinel News | Assam News

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com