মহানগরীতে জল সংকট,জল বোর্ডের কার্যালয় ঘেরাও গুয়াহাটি উন্নয়ন সমিতির

মহানগরীতে জল সংকট,জল বোর্ডের কার্যালয় ঘেরাও গুয়াহাটি উন্নয়ন সমিতির

গুয়াহাটিঃ মহানগরীর আরজি বরুয়া রোড,গণেশগুড়ি,ক্ৰিস্টানবস্তি,রাজগড়,রুক্মিণী গাঁও,শ্ৰীনগর,তরুণ নগর,অম্বিকাগিরি নগর,হেঙেরাবাড়ি,রূপনগর,জাপরিগোগ,ভাস্কর নগর,সরু মটরিয়া এবং জটিয়ার মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সাম্প্ৰতিক সময়ে পানীয় জলের তীব্ৰ সংকট চলছে। এরই পরিপ্ৰেক্ষিতে গুয়াহাটি(মহানগর)উন্নয়ন সমিতি বুধবার জল বোর্ডের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে।

জল বোর্ডের এমডিএ পল বরুয়ার হাতে একটি স্মারকপত্ৰ তুলে দিয়ে সমিতি নির্দিষ্ট কিছু দাবিও রেখেছে। জল বোর্ডকে অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করার দাবি করে সমিতি সাম্প্ৰতিক মাশুল বৃদ্ধি প্ৰত্যাহার করারও আর্জি জানিয়েছে। সমিতি আরও বলেছে,দিল্লি জল বোর্ড প্ৰত্যেক মাসে বিনা মূল্যে ২০ লিটার জল দিয়ে থাকে। সমিতি রাজ্যকেও এই নীতি অনুসরণ করার আবেদন জানায়। সমিতি পিএইচই-র অধীনস্থ স্কিমগুলো পুনরুজ্জীবিত করার দাবি জানিয়েছে।

সমিতির পক্ষ থেকে আরও বলা হয়েছে উল্লিখিত অঞ্চলগুলির বাসিন্দারা পানীয় জলের এই সমস্যায় নিত্যদিনই ভুগছেন।

জিএস রোডের বাসিন্দাদের মতে,তারা একদিন অন্তর মাত্ৰ আধ ঘন্টার জন্য পাইপের জল পাচ্ছেন। পাইপে যে জল আসছে তার প্ৰবাহ অত্যন্ত মন্থর। তাছাড়া যে পরিমাণ জল তারা পাইপের মাধ্যমে পাচ্ছেন,প্ৰয়োজনের তুলনায় তা নিতান্তই কম। সরকারি কর্মকর্তাদের মতে,জুরোড জল সরবরাহ স্কিমের অধীনে মোট ৭১৫৪ টি কানেকশন রয়েছে। চারটি ওয়াটার পাম্পের মধ্যে দুটি অকেজো পড়ে আছে। তাই দুটো পাম্পের সাহা্য্যে ৭১৫৪টি কানেকশনকে জল সরবরাহ করতে হচ্ছে।

এরমধ্যে কর্মক্ষম থাকা দুটি পাম্পের মধ্যে আরও একটি খারাপ হয়ে পড়ার জন্য এই জল সংকট আরও তীব্ৰ রূপ নেয়। জলের অভাবে জু-রোডের বরিষ্ঠ নাগরিকরা মঙ্গলবার পথে বেরিয়ে বিক্ষোভ প্ৰদর্শন করেছেন। তাঁরা এই বিষয়টিতে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালকে অবিলম্বে হস্তক্ষেপ করে এর একটা সুরাহা করার অনুরোধ জানিয়েছেন। অঞ্চলগুলোতে পানীয় জলের অভাব এখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। তারা জল বোর্ডের অন্যান্য বিভিন্ন স্কিম অবিলম্বে সম্পূর্ণ করার আর্জি জানিয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Guwahati Mahanagari Unayan Samiti gheraoes Guwahati Jal Board Office

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com