বিজেপিকে এক ঘরে করতে জোট বাঁধুন,আহ্বান মমতার

বিজেপিকে এক ঘরে করতে জোট বাঁধুন,আহ্বান মমতার

পুরুলিয়াঃ বিজেপি-র বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ের আহ্বান জানালেন তৃণমূল সুপ্ৰিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরুলিয়ায় নাগরিকত্ব সংশোধনী আইন(ক্যা)এবং এনআরসি-র বিরোধিতায় মিছিল করেন মমতা। পদযাত্ৰা শুরু হবার আগে মমতা তাঁর সংক্ষিপ্ত ভাষণে কেন্দ্ৰীয় সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন,দেশের বিভিন্ন প্ৰান্তে এই আইনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তার প্ৰতি পূর্ণ সমর্থন রয়েছে তাঁর। কেন্দ্ৰের এই আইনের বিরুদ্ধে গোড়া থেকেই পথে নেমে প্ৰতিবাদ করছেন তিনি। নাগরিকত্ব আইন ও এনআরসি পশ্চিমবঙ্গে কিছুতেই প্ৰযোজ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে চলেছেন তিনি।

আজ গুরুলিয়ার সভায় গোড়া থেকেই আক্ৰমণাত্মক মেজাজে ছিলেন মমতা। তিনি বলেন,কেন্দ্ৰের বিরুদ্ধে গণতন্ত্ৰ বাঁচানোর আন্দোলন এটা। রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জিকে(এনআরসি)কেন্দ্ৰের মানুষ তাড়ানোর হাতিয়ার বলে অভি্যোগ করেন তৃণমূল নেত্ৰী।

কেন্দ্ৰের মোদি সরকারকে সতর্ক করে দিয়ে মমতা আরও বলেন,সবাই মিলে জোট বাঁধুন,বিজেপি দলকে এক ঘরে করে দিন’। ক্যা এবং এনআরসি বাতিল না হওয়া অবধি আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্ৰী।

নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যে ছাত্ৰ সমাজ পথে নেমে এসেছে। ছাত্ৰদের এই আন্দোলনের প্ৰতি তাঁর সহযোগিতা ও সমর্থনের কথাও ব্যক্ত করেন তিনি। মমতা বলেন,ক্যা ও এনআরসি-র নামে মানুষের অধিকার কেড়ে নেওয়ার চক্ৰান্ত চলছে। তবে কোনও মানুষকে দেশ ছাড়া করতে দেবো না। বাংলার বুকে ক্যা,এনআরসি হতে দেওয়া হবে না-সোজাসাপটা জানান মমতা। ওদিকে কেরলের মুখ্যমন্ত্ৰী পিনারাই বিজয়নও কেন্দ্ৰীয় আইনের বিরোধিতায় সরব হয়েছেন। মুখ্যমন্ত্ৰী বিজয়ন বলেছেন কেরলে এনআরসি কার্যকর করা হবে না’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Cotton University Students take out postering campaign as a gesture of protest against CAA 2019

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com