Begin typing your search above and press return to search.

প্লাস্টিক মুক্ত ভারত গড়ার আহ্বান প্ৰধানমন্ত্ৰীর

প্লাস্টিক মুক্ত ভারত গড়ার আহ্বান প্ৰধানমন্ত্ৰীর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  26 Aug 2019 1:24 PM GMT

নয়াদিল্লিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি প্লাস্টিক মুক্ত ভারত গড়ার লক্ষ্যে এক নতুন বিপ্লবের সূচনা করতে রবিবার ভারতীয়দের প্ৰতি আহ্বান জানিয়েছেন। পরিবেশ বাঁচাতেই তাঁর এই আহ্বান। একইসঙ্গে প্ৰধানমন্ত্ৰী প্ৰাকৃতিক সৌন্দর্য ও বন্য জীবন সম্পর্কে জানতে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি এবং উত্তরাখন্ডের জিম করবেট উদ্যান পরিদর্শন করতে জনগণের প্ৰতি আহ্বান জানিয়েছেন।

‘উত্তর পূর্বাঞ্চল এবং জিম করবেট রাষ্ট্ৰীয় উদ্যানে প্ৰকৃতি তার ভাণ্ডারকে উজাড় করে দিয়েছে’। মোদি তাঁর মাসিক বেতার বার্তা অনুষ্ঠান ‘মন কি বাত’-এ কথাগুলো বলেন।

দ্বিতীয়বার কেন্দ্ৰের ক্ষমতায় আসার পর তাঁর বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ এর তৃতীয় সংস্করণে কথা বলছিলেন তিনি। প্ৰধানমন্ত্ৰী তাঁর রুটিন আলাপচারিতায় বলেন,আসুন এবার আমরা মহাত্মা গান্ধীর সার্ধশতবার্ষিকী পালন উপলক্ষে দেশকে প্লাস্টিক মুক্ত করার শপথ নি।

মহাত্মা গান্ধীর ইচ্ছের প্ৰতি সম্মান জানাতে দেশের সমস্ত মানুষকে প্লাস্টিক মুক্ত ভারত গড়ার আহ্বান জানান তিনি। প্লাস্টিকের বিরুদ্ধে সারা দেশের মানুষকে নতুন বিপ্লব গড়ে তুলতে হবে। পরিচ্ছনতা ও পরিবেশ দূষণ মুক্ত রাখতে প্লাস্টিক সম্পূর্ণভাবে বর্জন করতে হবে সবাইকে। সমাজের সর্বস্তরের মানুষকে প্লাস্টিকের বিরুদ্ধে সক্ৰিয়ভাবে প্ৰচার চালাতে হবে। ‘আমার অনেক ব্যবসায়ী ভাই-বোনেরা তাদের প্ৰতিষ্ঠানের সামনে প্ল্যাকার্ড ঝুলিয়ে লিখেছেন,গ্ৰাহকরা বাজারে আসার সময় দয়া করে ব্যাগ নিয়ে আসবেন। এতে পয়সাও বাঁচবে এবং এভাবে পরিবেশ রক্ষায় আপনিও অবদান রাখতে পারবেন’-বলেন মোদি।

প্লাস্টিক মুক্ত দেশ গড়ার সঙ্গে আসন্ন জাতীয় ক্ৰীড়া দিবস উপলক্ষে ৯ আগস্ট থেকে ফিট ইন্ডিয়া মুভমেন্ট ও আগামি সেপ্টেম্বরে পুষ্টি সংক্ৰান্ত প্ৰচার অভিযানের সূচনার কথাও বলেন তিনি। ফিট ইন্ডিয়া মুভমেন্ট দেশের নতুন প্ৰজন্মের উত্থানে তাঁর সরকারের একটা ড্ৰিম প্ৰজেক্ট বলে অভিহিত করেন মোদি।

প্ৰধানমন্ত্ৰী বলেন,সচেতনতার অভাবে ধনী এবং বিশেষ করে গরিবরা অপুষ্টিতে ভোগেন। তাই অপুষ্টি ঘোচাতে আগামি সেপ্টেম্বরে দেশ জুড়ে প্ৰচার অভিযান শুরু করা হবে-বলেন প্ৰধানমন্ত্ৰী।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাজ্যে প্লাস্টিক মুক্ত স্কুল গড়ে তোলা এখনও স্বপ্নই থেকে গেছে

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Passenger dies in a running Traveller in Jorhat

Next Story
সংবাদ শিরোনাম