Begin typing your search above and press return to search.

ক্যা,এনআরসি বাতিলের দাবিতে ফের প্ৰতিবাদ মিছিলে মমতা

ক্যা,এনআরসি বাতিলের দাবিতে ফের প্ৰতিবাদ মিছিলে মমতা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  26 Dec 2019 1:16 PM GMT

কলকাতাঃ নাগরিকত্ব সংশোধনী আইন(ক্যা)এবং রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)বাতিলের দাবিতে আজ ফের পথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। এই একই ইস্যু নিয়ে পাঁচ বার পথে নেমে প্ৰতিবাদে শামিল হতে দেখা গেল তৃণমূল সুপ্ৰিমোকে। বৃহস্পতিবার কেন্দ্ৰীয় সরকারের ওই আইনের বিরুদ্ধে রাজাবাজার থেকে মল্লিকবাজার অবধি মিছিল বের করে তৃণমূল কংগ্ৰেস। আগামি ৩ জানুয়ারি এই ইস্যু নিয়ে মিছিলে অংশ নেবেন মমতা। এদিন রাজাবাজার থেকে মিছিল শুরুর আগে নিজের সংক্ষিপ্ত ভাষণে সিএএ ও এনআরসি নিয়ে কেন্দ্ৰকে ফের তোপ দাগলেন তৃণমূল নেত্ৰী। ইস্যুগুলি নিয়ে পরস্পর বিরোধী মন্তব্যের জন্য মোদি ও অমিত শাহের কড়া সমালোচনা করেন তিনি। ক্যা এবং এনআরসি বাতিল না হওয়া অবধি লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্ৰী।

তিনি বলেন,ছাত্ৰরা কেন্দ্ৰীয় আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্ৰতিবাদ জানাচ্ছে। কিন্তু কেন্দ্ৰের বিজেপি সরকার ছাত্ৰদের মুখ বন্ধ করতে দমনমূলক নীতি নিচ্ছে-অভিযোগ করেন মমতা। দিল্লিতে কেন্দ্ৰের বিরুদ্ধে আন্দোলনে নামায় ছাত্ৰদের হোস্টেল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল বলে তাঁর অভিযোগ। তিনি বলেন,ছাত্ৰ সমাজের বিক্ষোভের প্ৰতি তাঁর সম্পূর্ণ সমর্থন রয়েছে। দেশের বিভিন্ন স্থানে কেন্দ্ৰের বিরুদ্ধে আন্দোলনে যাঁরা প্ৰাণ হারিয়েছে দলের পক্ষ থেকে তাঁদের পরিবারকে সাহায্য করারও আশ্বাস দিয়েছেন তিনি। বিজেপি মানুষের আন্দোলন ভণ্ডুল করতে ভুয়া ভিডিও প্ৰকাশ করে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে-অভিযোগ করেন মমতা।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ সূর্যগ্ৰহণের মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো কলকাতা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Christmas celebrated in Kokrajhar

Next Story
সংবাদ শিরোনাম