প্ৰতিদিনই যানজটের মধ্যে পড়ে আমাদের ভুগতে হয়। অফিসে দেরিতে পৌঁছনোর এটা একটা বড় কারণ। তবে কখনও কখনও এই যানজট কারো কাছে অলক্ষ্যে আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়ায়। এভাবেই দিল্লির বিশাল যানজটের মুখে অপহরণকারীদের কবল থেকে বেঁচে গেলেন এক ব্যক্তি।
হ্যাঁ,আপনি যা শুনেছেন তার সবটাই সঠিক। গাড়ি তুলে নেওয়া ও এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে দিল্লি পুলিশ একটি গ্যাঙের একজনকে গ্ৰেপ্তার করেছে।
উত্তমনগর-জনকপুরি এলাকায় তখন বেদম ট্ৰাফিক জ্যাম। গাড়ি ও এক ব্যক্তিকে অপহরণ করে গ্যাংটি পালাতে গিয়ে ওই যানজটে আটকা পড়ে। তবে পুলিশ মাত্ৰ সাত মিনিটের মধ্যে অপরাধীদের ধরতে সক্ষম হয়।
অপহারকদের কবলে পড়া ব্যক্তির নাম রিজওয়াল। মাঝরাতে রিজওয়াল যখন বাড়ি ফিরছিলেন ওই সময়ই দুষ্কৃতীরা তার গাড়ি থামিয়ে ছাবিটি ছিনিয়ে নিয়ে গাড়ির ভিতরে ঢুকে পড়ে। জনকপুরি অভিমুখে যাওয়ার আগে রিজওয়ালকে সম্পূর্ণ কাবু করে নেয় তারা। কিন্তু জনকপুরিতে বিশাল যানজটের মুখে পড়ে দুষ্কৃতীরা।
ডিসিপি(অপারেশনস)শরৎ কুমার সিনহা এক বিবৃতিতে জানিয়েছেন,রাত দুটো নাগাদ পুলিশ ঘটনার খবর পায়। ভুক্তভোগীর ভাই পুলিশকে জানান যে চার ব্যক্তি জনকপুরের কাছে রিজওয়ালের গাড়ি থামিয়ে তাঁকেও তুলে নিয়ে গেছে। তিনি পুলিশকে আরও জানান গাড়ির উইন্ডশিন্ডে ‘হাই ল্যান্ডার’ শব্দ দুটো লেখা রয়েছে। এর পরই পিসিআর টিম পিছু ধাওয়া করে উত্তমনগর ক্ৰশিঙের কাছে গাড়িটি যানজটে ফেঁসে থাকা অবস্থায় দেখতে পায়। চালক গাড়িটি নাজাফগড়ের দিকে নেওয়ার চেষ্টা করেছিল,কিন্তু পারেনি। পুলিশ দেখতে পেয়ে দলটি হেঁটে পালাবার চেষ্টা করে। তবে দিল্লি পুলিশ অপরাধীদের একজনকে আটক করতে সফল হয়। বাকি তিনজনকে খুঁজছে পুলিশ। অপহৃত ব্যক্তিকেও পুলিশ উদ্ধার করেছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ কর্নাটকের কলেজে পরীক্ষায় টোকাটুকি রুখতে ছাত্ৰদের মুখে কার্ডবোর্ড বক্স
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Major explosion in Tyre Garage injures three in Dhekiajuli