মঙ্গলদৈ কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০

মঙ্গলদৈ কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০

মঙ্গলদৈ কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০

মঙ্গলদৈ কলেজ অ্যাসিস্টান্ট প্ৰফেসর পদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্ৰকাশ করেছে

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর

পদের সংখ্যাঃ ১৯

বিষয়ওয়াড়ি খালি পদঃ

১. অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,অসমিয়া

পদের সংখ্যাঃ ০২(পিডব্লিউডি)

২. অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,বোটানি

পদের সংখ্যাঃ ০৪(ইউআর/এসসি)

৩. অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,কেমেস্ট্ৰি

পদের সংখ্যাঃ ০২(এসটি-পি/ইউআর)

৪. অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,জিওগ্ৰাফি

পদের সংখ্যাঃ ০১(ওবিসি/এমওবিসি)

৫. অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,ম্যাথেমেটিক্স

পদের সংখ্যাঃ ০১(ওবিসি/এমওবিসি)

৬. অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,ফিলোসফি

পদের সংখ্যাঃ ০১(এসটি-এইচ)

৭. অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,ফিজিক্স

পদের সংখ্যাঃ ০৪(এসটি-এইচ/এসটি-পি/ইউআর/ওবিসি/এমওবিসি)

৮. অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,স্ট্যাটেস্টিক্স

পদের সংখ্যাঃ ০১(এসটি-এইচ)

৯.অ্যাসিস্টেন্ট প্ৰফেসর,জুলজি

পদের সংখ্যাঃ ০৩(এসটি-পি/এসসি)

শিক্ষাগত যোগ্যতাঃ শিক্ষাগত যোগ্যতা এবং বাছাই প্ৰক্ৰিয়া হবে সরকারি অফিস মেমোরেন্ডাম ন-এএইচই ৪০৭/২০১৭,১৪৪ তাং ০৮-১১-২০১৮ অনু্যায়ী

বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত ৩৮ বছরের বেশি নয়।(এসটি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীর ক্ষেত্ৰে ৫ বছর রেহাই এবং ওবিসি/এমওবিসি প্ৰার্থীর ক্ষেত্ৰে ৩ বছর ছাড় থাকছে)।

পে স্কেলঃ ইউজিসি রুল অনু্যায়ী ভাতা

প্ৰার্থীদের স্থায়ী বাসিন্দার প্ৰমানপত্ৰ(পিআরসি)থাকতে হবে এবং স্থানীয় ভাষা জানা চাই। চাকরিতে থাকা প্ৰার্থীদের সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন প্ৰসেস কর্তৃপক্ষের কাছ থেকে এনওসি সংগ্ৰহ করে প্ৰপার চ্যানেলে আবেদন করতে হবে।

টু অ্যাপ্লাইঃ আগ্ৰহী যে সমস্ত প্ৰার্থীর প্ৰয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা ডিএইচই-র প্ৰেসক্ৰাইবড ফরম্যাটে সম্পূর্ণ বায়োডাটা ও প্ৰাসঙ্গিক নথিপত্ৰ সমেত ২০০০ টাকার(দুহাজার টাকা)ব্যাংক ড্ৰাফট প্ৰিন্সিপাল মঙ্গলদৈ কলেজ,মঙ্গলদৈয়ের অনুকূলে পাঠাতে হবে। ১৩-০২-২০২০ তারিখে বিজ্ঞাপন প্ৰকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে আবেদন পৌঁছতে হবে প্ৰিন্সিপাল সেক্ৰেটারি মঙ্গলদৈ কলেজ,মঙ্গলদৈ-৭৮৪১২৫ দরং,অসম ঠিকানায়।

Details: Click here

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com