মনমোহন যুগের অবসান ঘটতে চলেছে

মনমোহন যুগের অবসান ঘটতে চলেছে

গুয়াহাটিঃ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিঙের অসমের সঙ্গে দুই দশকের বেশি দিনের সম্পর্কের অবসান ঘটতে চলেছে আগামি মাসে। কারণ কংগ্ৰেস এবার রাজ্যসভার আসনে প্ৰতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে। অসমে রাজ্যসভার দুটি আসনের জন্য নির্বাচনের দিন ঠিক হয়েছে আগামি ৭ জুন। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং এবং রাজ্যের আরও এক কংগ্ৰেস সাংসদ সান্টিয়াস কুজুরের রাজ্যসভার সদস্য পদের মেয়াদ শেষ হচ্ছে আগামি ১৪ জুন। বর্তমান রাজ্য বিধানসভায় কংগ্ৰেসের যে পরিমাণ সদস্য রয়েছে তা রাজ্যসভায় প্ৰতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্ৰে দলের পক্ষে মোটেই অনুকূল নয়। ১২৬ সদস্যের অসম বিধানসভায় কংগ্ৰেসের সদস্য সংখ্যা হচ্ছে মাত্ৰ ২৫। শাসক দল অগপ-বিজেপি এবং বিপিএফ জোটের তুলনায় কংগ্ৰেসের বিধায়ক সংখ্যা নিতান্তই কম,যা দিয়ে রাজ্যসভায় প্ৰতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। শাসক জোটের মোট বিধায়ক সংখ্যা ৮৮। এর মধ্যে বিজেপি ৬১,অগপ ১৪ এবং বিপিএফ-এর ১২ জন সদস্য রয়েছে। অন্যদিকে,এআইইউডিএফ-এর সদস্য সংখ্যা ১৩।

সিং দুদুবার দেশের প্ৰধানমন্ত্ৰী হয়েছেন। ১৯৯১ সাল থেকে তিনি রাজ্যসভায় অসমের হয়ে প্ৰতিনিধিত্ব করেছেন। ২০১৩ সালের ৩০ মে সিং শেষবার রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন অসম থেকে। ওই সময় কংগ্ৰেস ছিল রাজ্যের ক্ষমতায়। বিধানসভায় কংগ্ৰেসের সদস্য সংখ্যাও ছিল বেশি।

১৯৯১ সালে তদানীন্তন মুখ্যমন্ত্ৰী হিতেশ্বর শইকিয়া প্ৰথমবার রাজ্যসভার আসনে লড়ার প্ৰস্তাব দিয়েছিলেন সিংকে। ওই নির্বাচনে জয়ী হওয়ার পর মনমোহন সিংকে কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী হিসেবে নিয়োগ করা হয়েছিল। আইন অনু্যায়ী একজন ব্যক্তি যে রাজ্য থেকে রাজ্যসভায় নির্বাচিত হবেন সেই রাজ্যে তাঁর একটা আবাস গৃহ থাকা জরুরি। আর সেজন্যই শইকিয়া গুয়াহাটির সরুমটরিয়ায় তাঁর নিজের বাড়ি সিংকে ভাড়ায় দিয়েছিলেন।

তাই সিঙের স্থায়ী ঠিকানা হচ্ছে বাড়ি নং ৩৯৮৯,নন্দন নগর,ওয়ার্ড নং-৫১,সরুমটরিয়া,দিশপুর,গুয়াহাটি কামরূপ(মেট্ৰো)।

সিং এবং তাঁর সহধর্মিণী গুরুচরণ কাউর উভয়েই শহরের দিশপুর বিধানসভা কেন্দ্ৰের ভোটার। লোকসভা নির্বাচনেও গুয়াহাটিতে এসে তাঁরা নিজেদের ভোটাধিকার প্ৰয়োগ করেছেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com