গুয়াহাটি চা নিলাম কেন্দ্ৰে প্ৰতি কেজি মনোহারি গোল্ড টি বিকলো ৫০ হাজার টাকা রেকর্ড মূল্যে

গুয়াহাটিঃ ডিব্ৰুগড়ের মনোহারি টি এস্টেটে উৎপাদিত বিশেষ ধরনের অর্থডক্স চা পাতা মনোহরি গোল্ডটি আজ রেকর্ড দামে বিকলো। গুয়াহাটি চা নিলাম কেন্দ্ৰে(জিটিএসি)মঙ্গলবার প্যান ইন্ডিয়া অকশন সিস্টেমের অধীনে মনোহারি গোল্ড চাপাতা প্ৰতি কেজি ৫০ হাজার টাকা দরে বিকোয় যা সব রেকর্ড ব্ৰেকিং। সেই সঙ্গে মনোহারি চা বাগান তাদের উৎপাদিত গোল্ড টি এত চড়া মূল্যে বিক্ৰি করে এক ইতিহাস রচনা করলো।
শহরের চা ব্যবসা প্ৰতিষ্ঠান সৌরভ টি ট্ৰেডার্স প্ৰাইভেট লিমিটেড আজ দুকিলো গোল্ড চা পাতা ক্ৰয় করে। বিশ্বের যেকোনও নিলাম কেন্দ্ৰে গণ নিলাম চলাকালে বিভিন্ন ধরনের চাপাতার যে দর ওঠে এটা তার মধ্যে সর্বোচ্চ।
আজকের গোল্ডটি নিলাম বিশ্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে অরুণাচল প্ৰদেশের দনি নিডল চা পাতা বিক্ৰির ক্ষেত্ৰে রেকর্ড সৃষ্টি করেছিল। গত বছর গুয়াহাটি নিলাম কেন্দ্ৰে এই চা পাতা প্ৰতি কেজি ৪০ হাজার টাকায় বিকিয়েছিল। ওদিকে মনোহারি গোল্ড টি গত বছর প্ৰতি কেজি এজাতীয় চা পাতা থেকে ৩৯০০১ টাকা আনতে সক্ষম হয়েছিল।
জিটিএসি-র কাছে এটা একটা গৌরবের মুহূর্ত। বিশেষ ধরনের চা পাতার হাব হচ্ছে জিটিএসি। চা উৎপাদকদের উত্তম মানের চা পাতা রেকর্ড ব্ৰেকিং দামে বিক্ৰি করার একটা মঞ্চও দিচ্ছে এই কেন্দ্ৰ। বর্তমানে সারা দেশে বিশেষ ধরনের এই চায়ের কদর বৃদ্ধি পেয়েছে। ‘এটা উন্নত মানের চা উৎপাদনে উৎপাদকদের নিঃসন্দেহে উৎসাহিত করবে এবং ওই চাপাতা নিলামের জন্য তাদের নিলাম কেন্দ্ৰে পাঠাবে’-গুয়াহাটি চা নিলাম খদ্দের সংস্থার সেক্ৰেটারি পি দত্ত একথা বলেন।
এব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে মনোহারি টি এস্টেটের মালিক রাজেন লোহিয়া বলেন,এধরনের চাপাতা উৎপাদনে আবহাওয়া অনুকূল হওয়া চাই। এবছর আবহাওয়া তেমন অনুকূল না থাকায় মাত্ৰ ৫কিলো গোল্ড টি উৎপাদন করা গেছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ মনোহরী বিশেষ গোল্ড স্পেশাল টি-এর জন্য বিশ্বে রেকর্ড মূল্য অর্জন গুয়াহাটি চা নিলাম কেন্দ্ৰের