কলকাতায় সব জিনিসের দাম চড়ছে,পরখ করুন বাজার দরে

কলকাতায় সব জিনিসের দাম চড়ছে,পরখ করুন বাজার দরে

কলকাতা মহানগরীতে একটা সময় জিনিসপত্ৰের দর দেশের অন্যান্য অঞ্চল থেকে অনেকটাই সস্তা ছিল। কিন্তু এখন দিন পাল্টেছে। বর্তমানে প্ৰতিটি জিনিসের দর হুহু করে বাড়ছে এশহরে। খোলা বাজারে শাক সব্জি ও মাছ,মাংসের বর্তমান দরের একটি তালিকা নিচে তুলে ধরা হলো।

শহরের খোলা বাজারে জ্যোতি আলু প্ৰতি কেজি ২০-২২ টাকা দর। প্ৰতি কিলো নতুন আলু ৪০ টাকা। খুচরো বাজারে প্ৰতি কেজি পেঁয়াজ ১৩০ টাকা,আদা ১২০ টাকা কেজি,কুমড়ো ৩০ টাকা কেজি,ঢ্যাঁড়শ ৬০-৭০ টাকা কেজি,পটল-৫০ টাকা কেজি,উচ্ছে-১০০ টাকা কিলো,বেগুন ৫০-৬০ টাকা কিলো,লঙ্কা-৫০ টাকা কিলো,টমাটো-৪০ টাকা কেজি,বাধা কপি-প্ৰতি কেজি ৪০ টাকা। ফুল কপি প্ৰতি পিস ২০ থেকে ৩০ টাকা। সব্জির পাইকারি বাজারে জ্যোতি আলু প্ৰতি কেজি ১৬-১৭ টাকা,পেঁয়াজ ৯০-১০০ টাকা কেজিপ্ৰতি,রসুন ৩০০-৩৫০ টাকা প্ৰতিকেজি,আদা ১০০-১৭০ টাকা প্ৰতি কিলো।

পাইকারি বাজারে প্ৰতি কেজি পটল ৪০-৫০ টাকা,ঢ্যাঁড়শ প্ৰতিকেজি ৬০-৭০ টাকা,কুমড়ো ১২-১৪ টাকা কিলো,ঝিঙে ৪০-৫০ টাকা প্ৰতি কিলো,গাজর ৪০-৫০ টাকা কিলো,লাউ-১৪-১৫ টাকা প্ৰতি কিলো,সিম৩০-৩৫ টাকা কেজি এবং পেপে-১২-১৫ টাকা প্ৰতি কিলো।

ওদিকে মাছ বাজারে আস্ত রুই প্ৰতি কেজি ১৬০-২২০ টাকা ’প্ৰতি কেজি,কাটা রুই-২০০-২৫০ টাকা কেজি,কাতলা গোটা ২৫০ থেকে ২৮০ টাকা কেজি,কাটা কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা প্ৰতি কেজি,বাটা মাছ ১৫০-১৮০ টাকা প্ৰতি কেজি,ভেটকি ৩৫০-৫০০ টাকা কেজি,গলদা চিড়ি-৫০০-৭০০ টাকা কেজি,বাগদা চিংড়ি-৬০০-৮০০ টাকা প্ৰতি কেজি,তোপসে ৬০০-৮০০ টাকা কেজি,চিতল-৭০০-৮০০ টাকা প্ৰতি কেজি,পমফ্ৰেট-৫০০-৬০০ টাকা কেজি,পাবদা-৫০০-৬০০ টাকা কেজি,পার্শে-৩০০-৫০০ টাকা প্ৰতি কেজি,ট্যাংরা ৫০০-৭০০ টাকা কেজি দরে বিকোচ্ছে।

মুরগি প্ৰতি কেজি ১৪০-১৫০ টাকা এবং পাঁঠার মাংস প্ৰতি কিলোর দর ৬২০-৬৫০ টাকা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: KMSS staged protest against Citizenship Amendment Bill in Dispur’s Last Gate

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com