দারিদ্ৰ্যকে একপাশে ঠেলে মাধ্যমিকে ৯৫.৮ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ বিশ্বনাথের রকি শাহু

দারিদ্ৰ্যকে একপাশে ঠেলে মাধ্যমিকে ৯৫.৮ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ বিশ্বনাথের রকি শাহু
Published on

গুয়াহাটিঃ দারিদ্ৰ্য কখনোই শিক্ষার ক্ষেত্ৰে অন্তরায় হতে পারে না। একথা ফের প্ৰমাণ করলো বিশ্বনাথের গরিব পরিবারের সন্তান রকি শাহু। মাধ্যমিক পরীক্ষায় রকি শাহু ৯৫.৮ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ায় গোটা সমাজে অনুপ্ৰেরণার উৎস হয়ে পড়েছে। বিশ্বনাথ চারালির খরাশিমলু হাইস্কুল থেকে মাধ্যমিকে ৯৫.৮ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে হত দরিদ্ৰ পরিবারের সন্তান রকি। ছেলেটির এই সাফল্যে গৌরবান্বিত গোটা অঞ্চলবাসী।

রকির বাবা একজন রাজমিস্ত্ৰি। পিতা রঞ্জিত শাহু রাজমিস্ত্ৰির কাজ করে অতিকষ্টে পরিবার প্ৰতিপালনের পাশাপাশি ছেলেকেও পড়াচ্ছেন।

অর্থাভাবের জন্য মাধ্যমিক পরীক্ষার আগে রকি কোনও ঘরোয়া শিক্ষককের সাহায্য নিতে পারেনি। স্কুলের শিক্ষকরাই তাকে সাহায্য করেছেন। রকি গণিতে ১০০,বিজ্ঞানে ৯৯,সমাজ বিজ্ঞানে ৯৯,ইংরেজিতে ৯১,অসমিয়ায় ৯১,কম্পিউটারে ৯৫ নম্বর পেয়েছে। রকির সাফল্যে আনন্দিত পরিবারের সঙ্গে শিক্ষক-শিক্ষিকা ও অঞ্চলের মানুষ।

রকির এই ফলাফলে খুশি হয়ে রাজ্যের ক্যাবিনেট মন্ত্ৰী রঞ্জিত দত্ত তার একাদশ ও দ্বাদশ শ্ৰেণির শিক্ষার দায়িত্ব গ্ৰহণ করবেন বলে জানান খরাশিমলু হাইস্কুলের প্ৰধান শিক্ষক হেমাঙ্গ হাজরিকা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com