Begin typing your search above and press return to search.

কাশ্মীরে সক্ৰিয় দশ শীর্ষ জঙ্গির তালিকা প্ৰকাশ করলো স্বরাষ্ট্ৰমন্ত্ৰক

কাশ্মীরে সক্ৰিয় দশ শীর্ষ জঙ্গির তালিকা প্ৰকাশ করলো স্বরাষ্ট্ৰমন্ত্ৰক

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 Jun 2019 8:05 AM GMT

নয়াদিল্লিঃ জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্ৰাসবাদ নির্মূল করতে এখন বিশেষভাবে আলোকপাত করছেন নতুন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ। কেন্দ্ৰীয় সরকার ওই রাজ্যে সক্ৰিয় ১০ শীর্ষ সন্ত্ৰাসীর একটি তালিকা ইস্যু করেছে,যাদের এই সময়ে নির্মূল করা অতীব প্ৰয়োজন। তালিকায় যে সব সন্ত্ৰাসী সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে জৈশ-ই মহম্মদ(জেইএম)লস্কর-ই-তৈয়বা(এলইটি),হিজবুল মুজাহিদিন এবং আল বদর ভিত্তিক সংগঠনের সদস্যরা। তালিকায় যে দশজন শীর্ষ সন্ত্ৰাসীর নাম রয়েছে তাদের মধ্যে ছয়জন হিজবুল মুজাহিদিনের,দুজন জৈশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈয়বা ও আলবদরের একজন করে সন্ত্ৰাসী রয়েছে।

লস্কর-ই-তৈয়বার কমান্ডার ওয়াসিম আহমেদ ওরফে ওসামা জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় সক্ৰিয় তৎপরতা চালিয়ে যাচ্ছে। হিজবুল মুজাহিদিনের কমান্ডার রিয়াজ নাইকো ওরফে মহম্মদ বিন কাশিমের নামও তালিকার শীর্ষে রয়েছে। তালিকায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলো হিজবুল মুজাহিদিনের অনন্তনাগ জেলার কমান্ডার মহম্মদ আশ্ৰফ খান,বারামুল্লার জেলা কমান্ডার মেহরাজ উদ্দিন,ক্যাডার অফ শ্ৰীনগর ড.সাইফুল্লা,পুলওয়ামার জেলা কমান্ডার আর্শাদ-উল হক এবং আজাজ আহমেদ মালিক,যাকে সম্ভবত কুপওয়াড়া জেলার কমান্ডার হিসেবে নিয়োগ করা হয়েছে।

ওই তালিকায় অন্যান্য যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা হলো জাভেদ মাটু ওরফে ফৈজাল ওরফে মাকিব ওরফে মুসাব।

উত্তর কাশ্মীরে আল বদরের ডিভিশনাল কমান্ডার জেইএম-এর জাহিদ শেখ ওরফে ওমর আফগানি এবং জেইএম-এর চিফ অপারেশনাল কমান্ডার হাফিজ ওমর। হাফিজ পাকিস্তানের বাসিন্দা। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনী যাতে উল্লিখিত জঙ্গিদের টার্গেট করতে পারে তার জন্যই এই তালিকাটি আপডেট করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে গত ১ জুন স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর এক বৈঠকে শীর্ষ জঙ্গিদের তালিকাটি আপডেট করা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল,স্বরাষ্ট্ৰ সচিব রাজীব চৌবা,আইবি চিফ রাজীব জৈন,আরএডব্লিউ প্ৰধান অনিল দাসমানা এবং স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের বরিষ্ঠ কর্মকর্তারা।

জানা গিয়েছে,শাহ সারা দেশে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি অব্যাহত রাখতে স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন। জম্মু ও কাশ্মীরের প্ৰতি বিশেষ গুরুত্ব দিয়ে অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে শাহ এপর্যন্ত তিনটি বৈঠক করেছেন। জম্মু কাশ্মীরে এবং কাশ্মীরের সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্ৰমন্ত্ৰীকে বিশেষভাবে অবগত করানো হয়েছে।

Next Story
সংবাদ শিরোনাম