করিমগঞ্জে গৃহস্থের বাড়ি থেকে সোনার অলঙ্কার ও নগদ টাকা চুরি

করিমগঞ্জে গৃহস্থের বাড়ি থেকে সোনার অলঙ্কার ও নগদ টাকা চুরি

করিমগঞ্জঃ ধনতেরাসের প্ৰাক মুহূর্তে শুক্ৰবার রাজ্যের করিমগঞ্জ জেলার একটি পরিবারের মাথায় হাত পড়ে। চোর ওই বাড়িতে হানা দিয়ে গৃহস্থের আলমিরা ভেঙে সোনার অলঙ্কার ও নগদ টাকা নিয়ে উধাও হয়।

প্ৰাপ্ত রিপোর্ট মতে,চোর যে বাড়িতে হানা দিয়েছে সেই বাড়ির মালিক অজিত দাস। করিমগঞ্জের লঙ্গাই রোডে তাঁর বাড়ি। রিপোর্টে প্ৰকাশ,অজ্ঞাত দুষ্কৃতীরা দাসের বাড়িতে ঢুকে আলমারি থেকে ৭ ক্যারেট সোনার অলংকার,নগদ ৬০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্ৰী নিয়ে উধাও হয়ে যায়।

অজিতবাবু ও তাঁর পরিবার ধন তেরাসের প্ৰাক্কালে পুজো দিতে কাছে পিঠের মন্দিরে গিয়েছিলেন। ওই সময়ই দুষ্কৃতীরা সু্যোগ বুঝে বাড়ির দরজা ভেঙে ঘরে ঢোকে এবং মূল্যবান সামগ্ৰী হাতিয়ে নেয়।

অজিত দাস প্ৰচার মাধ্যমকে বলেছেন,চুরি কাণ্ডের সময় তাঁরা বাড়িতে ছিলেন না। দুষ্কৃতীরা বাড়ির পিছনে থাকা দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে। চোরেরা আলমিরা ভেঙে সোনার অলঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়-বলেন অজিত দাস। ঘটনা সংক্ৰান্তে করিমগঞ্জ থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য,ধনতেরাস উপলক্ষে ঐশ্বর্য বৃদ্ধির জন্য মানুষ যখন সোনা,রুপো ও অন্যান্য মঙ্গলজনক ধাতব সামগ্ৰী ক্ৰয় করে থাকেন,সেই সময় অজিত দাসের পরিবারকে সঞ্চিত মূল্যবান সামগ্ৰী খোয়াতে হলো।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Drug Peddler apprehended in Margherita

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com