তিনসুকিয়ায় গণপিটুনিতে নিহত মা ও ছেলে

তিনসুকিয়ায় গণপিটুনিতে নিহত মা ও ছেলে

তিনসুকিয়াঃ তিনসুকিয়ায় উন্মত্ত জনতার গণপিটুনিতে দুজনের মৃত্যুর ঘটনা ফের রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। উন্মত্ত জনতার একটি দল ক্ৰোধাম্মত্ত হয়ে মা ও ছেলেকে বেধড়ক পেটায়। মারের চোটে মা ও ছেলে দুজনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে তিনসুকিয়ার শিউপুর টি এস্টেটের রংপুরিয়ায়। পুলিশ মৃতদেহ দুটি শনাক্ত করেছে। মা ও ছেলের নাম যমুনা তাঁতি এবং অজয় তাঁতি।

ক্ৰোধাম্মত্ত জনতার প্ৰহার সইতে না পেয়ে মা যমুনা তাঁতি ও পুত্ৰ অজয় প্ৰাণ হারান।

পুলিশ জানিয়েছে,অজয় তাঁতির স্ত্ৰী রাধা তাঁতি গড়(২৩)গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। কিন্তু গ্ৰামবাসীরা তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে সেপটিক ট্যাংকের ভিতরে রাধার মৃতদেহ খুঁজে পান। এরপরই গ্ৰামবাসীদের মাথা বিগড়ে যায়। এদিকে রাধার দুমাসের একটি পুত্ৰ সন্তানেরও কোনও হদিশ খুঁজ পাওয়া যাচ্ছে না।

রাধার মৃতদেহ উদ্ধারের পর পুরো ঘটনা অন্যদিকে মোড় নেয়। ক্ৰোধাম্মত্ত গ্ৰামবাসীরা রাধার স্বামী অজয় ও তাঁর মা যমুনা তাঁতির ওপর আক্ৰমণ চালায়। গণপিটুনিতে অজয় ও তাঁর মা যমুনা গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় দুজনকে তিনসুকিয়া সিভিল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই যমুনা মারা যান।

অন্য একজন পুলিশ আধিকারিক বলেন,‘আমরা রাধার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। আমাদের সন্দেহ রাধাকে হত্যা করে সেফটি ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে। তবে আমরা ঘটনার তদন্ত করছি’।

গণপিটুনি এবং মরেল পুলিশিঙের ঘটনা হ্ৰাস করার জন্য সরকার ও সামাজিক সংগঠনগুলি চেষ্টা চালালেও এধরনের ঘটনার পুনরাবৃত্তি রোখার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ঘটনার বিরুদ্ধে যথোচিত ও দ্ৰুত ব্যবস্থা করতে অসম পুলিশ ব্যর্থ হওয়ার বিষয়টি সত্যিই দুঃখজনক।

উল্লেখ করা যেতে পারে যে,এক বছর আগে কার্বি আংলঙের ডকমোকায় উন্মত্ত জনতার একটি দল গুয়াহাটির উদীয়মান শিল্পী অভিজিৎ ও নীলোৎপলকে এভাবেই পিটিয়ে মেরে ফেলেছিল। ওই হত্যাকাণ্ডের এক বছরের মাথায় রাজ্যে গণপিটুনির এই মর্মান্তিক ঘটনা ঘটলো।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com