মোদি মন্ত্ৰিসভার দপ্ত্ৰর বন্টনঃ স্বরাষ্ট্ৰমন্ত্ৰক অমিতকে,অর্থ দপ্তরে নির্মলা,প্ৰতিরক্ষায় রাজনাথ

মোদি মন্ত্ৰিসভার দপ্ত্ৰর বন্টনঃ স্বরাষ্ট্ৰমন্ত্ৰক অমিতকে,অর্থ দপ্তরে নির্মলা,প্ৰতিরক্ষায় রাজনাথ

নয়াদিল্লিঃ নরেন্দ্ৰ মোদি সরকার শুক্ৰবার মন্ত্ৰীদের দপ্তর ঘোষণা করেছে। বিজেপির প্ৰাক্তন রাষ্ট্ৰীয় সভাপতি অমিত শাহকে অর্থ দপ্তরে নিয়োগ করা হতে পারে বলে জল্পনা শোনা গিয়েছিল যদিও শেষপর্যন্ত তাঁকে স্বরাষ্ট্ৰ দপ্তরের নতুন দায়িত্ব দেওয়া হয়।। মোদির মন্ত্ৰিসভায় নির্মলা সীতারামনকে নতুন অর্থমন্ত্ৰীর দায়িত্ব অর্পণ করা হয়েছে। ওদিকে রাজনাথ সিংকে নতুন প্ৰতিরক্ষা মন্ত্ৰী এবং এস জয়শঙ্করকে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্ৰকের দায়িত্ব। মহিলা ও শিশু কল্যাণ বিভাগের দায়িত্ব বর্তেছে স্মৃতি জুবিন ইরানির কাঁধে। আগের মতো বস্ত্ৰ মন্ত্ৰকও থাকছে ইরানির হাতে।

নিচে সম্পূর্ণ তালিকা দেওয়া হলো- ক্যাবিনেট মন্ত্ৰী

নরেন্দ্ৰ মোদিঃ প্ৰধানমন্ত্ৰী পদের পাশাপাশি পার্সোনেল মন্ত্ৰক,গণ অভিযোগ,পেনশন,পরমাণু শক্তি,মহাকাশ,সব গুরুত্বপূর্ণ নীতি সংক্ৰান্ত ইস্যু এবং অন্যান্য বিভাগ যা কোনও মন্ত্ৰীকে বরাদ্দ করা হয়নি।

রাজনাথ সিং: প্ৰতিরক্ষা,অমিত শাহ-স্বরাষ্ট্ৰমন্ত্ৰক,নীতিন গাড়করি-স্থল পরিবহণ এবং হাইওয়ে,মাইক্ৰো,ক্ষুদ্ৰ ও মাঝারি উদ্যোগ। ডিভি সদানন্দ গৌড়া-রসায়ন ও সার।নির্মলা সীতারামন-অর্থ ও কর্পোরেট বিষয়ক। রামবিলাস পাসোয়ান-গ্ৰাহক বিষয়ক,খাদ্য এবং গণবণ্টন। নরেন্দ্ৰ সিং টোমার-কৃষি এবং কৃষক কল্যাণ,গ্ৰাম উন্নয়ন ও পঞ্চায়েত রাজ। রবিশঙ্কর প্ৰসাদ-আইন ও বিচার যোগাযোগ ইলেকট্ৰনিক্স এবং তথ্য প্ৰযুক্তি। হরসিমরত কৌর বাদল-খাদ্য প্ৰস্তুতকরণ শিল্প। থাওরচান্দ গেহলট-সামাজিক ন্যায় ও সবলীকরণ। ড.সুব্ৰহ্মনিয়াম জয়শঙ্কর-বিদেশমন্ত্ৰী। রমেশ পোখরিয়াল নিশাঙ্ক-মানব সম্পদ উন্নয়ন মন্ত্ৰক। অর্জুন মুন্ডা-উপজাতি বিষয়ক। স্মৃতি জুবিন ইরানি-মহিলা ও শিশু উন্নয়ন এবং বস্ত্ৰ দপ্তর। ড.হর্ষবর্ধন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ,বিজ্ঞান প্ৰযুক্তি এবং আর্থ সায়েন্সেস।

প্ৰকাশ জাভড়েকর-পরিবেশ,বন ও আবহাওয়া পরিবর্তন এবং তথ্য ও সম্প্ৰচার। পীউস গোয়েল-রেলওয়ে,বাণিজ্য এবং শিল্প। ধর্মেন্দ্ৰ প্ৰধান-পেট্ৰোলিয়াম,প্ৰাকৃতিক গ্যাস এবং ইস্পাত। মুক্তার আব্বাস নকভি-সংখ্যালঘু বিষয়ক। প্ৰহ্লাদ যোশি-সংসদ বিষয়ক,কয়লা এবং খনি দপ্তর। ড.মহেন্দ্ৰ নাথ পান্ডে-দক্ষতা বিকাশ এবং এন্ট্ৰিপ্ৰেনারশিপ। অরবিন্দ গণপত সাওন্ত-ভারী শিল্প ও পাবলিক এণ্টারপ্ৰাইজ। গিরিরাজ সিং-পশুপালন,ডেয়ারিং এবং ফিসারি। গজেন্দ্ৰ সিং শেখাওয়াত-জলশক্তি।

স্বতন্ত্ৰ দায়িত্বপ্ৰাপ্ত প্ৰতিমন্ত্ৰীদের দপ্তরঃ

সন্তোষ গ্যাংওয়ার-শ্ৰম ও নিয়োগ মন্ত্ৰক। রাও ইন্দ্ৰজিৎ সিং-পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ। শ্ৰীপদ ইয়েসো নায়েক-আয়ুস এবং প্ৰতিরক্ষা মন্ত্ৰক। ড.জিতেন্দ্ৰ সিং- উত্তরপূর্ব উন্নয়ন,প্ৰধানমন্ত্ৰীর কার্যালয়,পার্সোনেল,গণ অভিযোগ ও পেনশনস,পরমাণু শক্তি ও মহাকাশ। কিরেন রিজিজু-যুব বিষয়ক এবং ক্ৰীড়া,সংখ্যালঘু বিষয়ক। প্ৰহ্লাদ সিং প্যাটেল-সংস্কৃতি এবং পর্যটন। রাজকুমার সিং-বিদ্যুৎ,মিনিস্ট্ৰি অফ নিউ অ্যান্ড রিনিউবুল এনার্জি,দক্ষতা উন্নয়ন ও এণ্ট্ৰিপ্ৰেনারশিপ। হরদীপ সিং পুরি-আবাসন ও নগর বিষয়ক,অসামরিক বিমান পরিবহণ এবং বাণিজ্য ও শিল্প। মনসুখ এল মান্দাভিয়া-জাহাজ এবং রসায়ন ও সার।

প্ৰতিমন্ত্ৰীদের বিভাগসমূহঃ

ফগ্গন সিং কুলাস্তে-ইস্পাত মন্ত্ৰক। অশ্বিনী কুমার চৌবে-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। অর্জুন রাম মেঘওয়াল-সংসদ বিষয়ক এবং ভারী শিল্প ও পাবলিক এণ্টারপ্ৰাইজেস। জেনারেল(অবসরপ্ৰাপ্ত)ভি কে সিং-সড়ক পরিবহণ ও হাইওয়ে। কৃষেন পল-সামাজিক ন্যায় ও সবলীকরণ। দানভে রাওসাহের দাদারাও-গ্ৰাহক বিষয়ক,খাদ্য ও গণবণ্টন। জি কিষেন রেড্ডি-স্বরাষ্ট্ৰ বিষয়ক মন্ত্ৰক। পুরুষোত্তম রূপালা-কৃষি এবং কৃষক কল্যাণ। রামদাস আঠাওয়ালে-সামাজিক ন্যায় ও সবলীকরণ। সাধ্বী নিরঞ্জন জ্যোতি-গ্ৰামোন্নয়ন মন্ত্ৰক। বাবুল সুপ্ৰিয়-পরিবেশ,বন ও আবহাওয়া পরিবর্তন বিভাগ। সঞ্জীব কুমার বালওয়ান-পশুপালন,ডেয়ারিং ও ফিসারিজ। ধোতত্ৰে সঞ্জয় শ্যামরাও-মানব সম্পদ বিকাশ,যোগাযোগ এবং ইলেক্ট্ৰনিক্স ও তথ্যপ্ৰযুক্তি। অনুরাগ সিং ঠাকুর-অর্থ এবং কর্পোরেট বিষয়ক। আঙ্গাদি সুরেশ চান্নাবাসাপ্পা-রেলওয়ে মন্ত্ৰক। নিত্যানন্দ রাই-স্বরাষ্ট্ৰ বিষয়ক। শ্ৰী রতনলাল কাটারিয়া-জল শক্তি এবং সামজিক ন্যায় ও সবলীকরণ। ভি মুরলিধরন-বিদেশ বিষয়ক এবং সংসদ বিষয়ক। রেণুকা সিং সারুটা-উপজাতি বিষয়ক। সোম প্ৰকাশ-বাণিজ্য এবং শিল্প। রামেশ্বর তেলি-খাদ্য প্ৰস্তুতকরণ বিভাগ। প্ৰতাপ চন্দ্ৰ সারেঙ্গি-মাইক্ৰো,ক্ষুদ্ৰ ও মাঝারি উদ্যোগ এবং পশুপালন,ডেয়ারিং ও ফিসারিজ। কৈলাশ চৌধারি-কৃষি ও কৃষক কল্যাণ। দেবশ্ৰী চৌধুরী-মহিলা ও শিশু উন্নয়ন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com