বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গড়লেন মোদি

বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গড়লেন মোদি

নয়াদিল্লিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সরকারের সামনে দেখা দেওয়া দুটো চ্যালেঞ্জ-অর্থনৈতিক উন্নয়ন ও কর্ম সংস্থানের মোকাবিলার লক্ষ্যে বুধবার মন্ত্ৰী পর্যায়ের দুটো উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করলেন। বিনিয়োগ ও উন্নয়নে মোদি পাঁচ সদস্যের একটি ক্যাবিনেট কমিটি গঠন করেছেন। এই কমিটির নেতৃত্নে থাকছেন স্বয়ং প্ৰধানমন্ত্ৰী। এছাড়া হেভিওয়েট মন্ত্ৰী অমিত শাহ,স্থল পরিবহণ ও হাইওয়ে দপ্তরের মন্ত্ৰী নীতিন গাড়করি,অর্থমন্ত্ৰী নির্মলা সীতারামন এবং রেল ও বণিজ্য মন্ত্ৰী পীউস গোয়েল অন্তর্ভুক্ত হয়েছেন এই কমিটিতে।

বিনিয়োগ এবং উন্নয়নে এই পাঁচ সদস্যের কমিটি ছাড়াও নিয়োগ ও দক্ষতা উন্নয়নে ১০ জনের আরও একটি ক্যাবিনেট কমিটি গঠন করেছেন মোদি। এই কমিটিতে রয়েছেন,অমিত শাহ,নির্মলা সীতারামন,পীউস গোয়েল,কৃষি গ্ৰামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্ৰী নরেন্দ্ৰ সিং টোমার,মানব সম্পদ বিকাশ মন্ত্ৰী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক,পেট্ৰোলিয়াম ও ইস্পাত মন্ত্ৰী ধর্মেন্দ্ৰ প্ৰধান,দক্ষতা,এন্ট্ৰিপ্ৰেনারশিপ দপ্তরের মন্ত্ৰী মহেন্দ্ৰনাথ পান্ডে এবং প্ৰতিমন্ত্ৰী সন্তোষ কুমার গাংওয়ার ও হরদীপ সিং পুরি। কমিটি দুটোর কাজ হবে সরকারের সামনে দেখা দেওয়া উল্লিখিত চ্যালেঞ্জ দুটির মোকাবিলায় দ্ৰুত ও সমাধান সূত্ৰের শলা দিয়ে সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করা। কমিটির সমাধান সংক্ৰান্ত শলাগুলি সংসদের আসন্ন বাজেট অধিবেশনে উত্থাপন করা হবে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com