Begin typing your search above and press return to search.

পরীক্ষার নম্বরের ওপর জীবন নির্ভর করে না,ছাত্ৰদের বার্তা প্ৰধানমন্ত্ৰীর

পরীক্ষার নম্বরের ওপর জীবন নির্ভর করে না,ছাত্ৰদের বার্তা প্ৰধানমন্ত্ৰীর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Jan 2020 12:51 PM GMT

নয়াদিল্লিঃ চায়ে পে চর্চার রেশ না কাটতেই এবার পরীক্ষা পে চর্চা নিয়ে মাতলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। আজ দিল্লির তালকোটরা স্টেডিয়ামে পরীক্ষা পে চর্চা ইস্যু নিয়ে মোদি মুখোমুখি হলেন পরীক্ষার্থীদের। পরীক্ষা ও পড়াশোনা নিয়ে প্ৰধানমন্ত্ৰী ছাত্ৰদের কিছু টিপসও দিলেন। ছাত্ৰরা যাতে জীবনে এগিয়ে যেতে পারে তার জন্য তাদের কিছু পরামর্শও দিলেন। তিনি বলেন পরীক্ষায় যে নম্বরই আসুক না কেন,তা দিয়ে জীবন চলে না। মোদির সঙ্গে সরাসরি আলোচনায় বেজায় উৎফুল্লিত হয়েছে ছাত্ৰরা।

প্ৰধানমন্ত্ৰী পরীক্ষায় টেনশন থেকে পার পেতেও ছাত্ৰদের কিছু পরামর্শ দেন এদিন। তিনি বলেন,পরীক্ষায় কত নম্বর পেলে,তা দিয়ে এখন জীবন চলে না। বিভিন্ন স্কুল ছাত্ৰের প্ৰশ্নের জবাবও দিলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। এদিন মোদির পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশ নেয় দেশের বিভিন্ন প্ৰান্তের প্ৰায় দুহাজার ছাত্ৰছাত্ৰী।

মোদি ছাত্ৰদের আরও বলেছেন,প্ৰধানমন্ত্ৰীর দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পর তাঁকেও নানা রকম কঠিন পরিস্থিতি ও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তবে দেশের গুরুত্ব দায়িত্ব কাঁধে নিয়ে অনেক কিছু শিখতেও পেরেছেন-জানান মোদি।

প্ৰধানমন্ত্ৰী আরও বলেন,নবম শ্ৰেণিতে ওঠার পর ছাত্ৰদের ভাবনা-চিন্তা অনেকটা বেড়ে যায়। তবে ব্যর্থতার মধ্যে সাফল্যের বীজ খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেন তিনি। মোদি বলেন,কেউ বিফল হলে বুঝতে হবে তিনি সাফল্যের পথে এক ধাপ এগোলেন। কিন্তু ব্যর্থতার পর থেমে থাকলে চলবে না। এগোতে হবেই। মানুষের মনে আবেগ থাকবে। তবে সেই আবেগ নিয়ন্ত্ৰণ করতে পারলে মনের পরিবর্তনও হবে।

পরীক্ষায় পাওয়া নম্বর দিয়ে সবকিছু হয় না। পরীক্ষায় ভাল নম্বর না পেলে জীবনে আর কিছু রইলো না-এমন ধারণা নিছকই ভুল-বলেন মোদি। প্ৰধানমন্ত্ৰী আরও বলেন,অধিকাংশ অভিভাবকই চান তাদের ছেলে মেয়েকে পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্ৰে সম পারদর্শী করে তুলতে। কিন্তু অভিভাবকদের এই চেষ্টা অনেক সময় তাদের সন্তানদের ক্ষতিই করে। অভিভাবকদের বুঝতে হবে তাদের সন্তান কিসে আগ্ৰহী। সেটা ছেলেমেয়ের সঙ্গে কথা বলে বুঝে নিতে হবে তাঁদের। ছাত্ৰ বা পড়ুয়াদের ব্যাপক হারে স্মার্টফোনের ব্যবহার সম্পর্কে প্ৰধানমন্ত্ৰীর পরামর্শ হলো-‘অত্যাধুনিক প্ৰযুক্তি আমরা অবশ্যই ব্যবহার করবো। তাই বলে কোনও প্ৰযুক্তির দাসত্ব আমরা করবো না’। তাছাড়া স্মার্টফোন ছাত্ৰদের অনেকটা সময় নষ্ট করে দেয়।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নাড্ডাই বিজেপির সর্বভারতীয় সভাপতি হচ্ছেন

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Minister of State for Education Smt. Vibhavariben Dave addresses Academia in Guwahati.

Next Story