Begin typing your search above and press return to search.

৩০ মে দ্বিতীয় দফায় প্ৰধানমন্ত্ৰী পদে শপথ নিচ্ছেন নরেন্দ্ৰ মোদি

৩০ মে দ্বিতীয় দফায় প্ৰধানমন্ত্ৰী পদে শপথ নিচ্ছেন নরেন্দ্ৰ মোদি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 May 2019 7:50 AM GMT

নয়াদিল্লিঃ আগামি ৩০ মে দ্বিতীয়বারের জন্য ভারতের প্ৰধানমন্ত্ৰী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্ৰ মোদি। ওই দিন সন্ধে সাতটায় রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্ৰপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে মোদি এবং তাঁর নতুন মন্ত্ৰিসভার অন্যান্য সদস্যদের গোপনীয়তা রক্ষার শপথ বাক্য পাঠ করাবেন। রবিবার এক সরকারি ইস্তাহারে এখবর জানানো হয়েছে।

লোকসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হওয়ায় ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক অ্যালায়েন্স(এনডিএ)আগামি পাঁচ বছরের জন্য মোদিকে দ্বিতীয় দফায় প্ৰধানমন্ত্ৰী নির্বাচিত করে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০৩টি আসন দখল করে। ৫৪২টি লোকসভা আসনের নির্বাচনে শরিক দলগুলিকে নিয়ে এনডিএ-র আসন সংখ্যা ৩৫৩তে দাঁড়িয়েছে।

৫৪৩ সদস্যের লোকসভা আসনের ৫৪২টি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ভেলোর লোকসভা আসনের নির্বাচন বাতিল করে দেয় অর্থবল প্ৰয়োগ করার দায়ে। এনডিএ নেতাদের সঙ্গে নিয়ে শনিবার মোদি রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকার গঠনের দাবি জানান। রাষ্ট্ৰপতি মন্ত্ৰী পরিষদ গঠন এবং শপথগ্ৰহণের দিন সম্পর্কে সিদ্ধান্ত নিতে বলেছেন মোদিকে। রাষ্ট্ৰপতি এদিন মোদিকে দেশের প্ৰধানমন্ত্ৰী হিসেবেও নিয়োগ করেছেন। রাষ্ট্ৰপতি ভবনের এক ইস্তাহারে এখবর জানানো হয়েছে।

এরআগে মোদিকে বিজেপি ও এনডিএ সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়। রাষ্ট্ৰপতি ভবনের সেন্ট্ৰাল হলে আয়োজিত এই অনুষ্ঠানে বরিষ্ঠ এনডিএ নেতা,এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্ৰী,এনডিএ সাংসদ,বিজেপি সভাপতি অমিত শাহ,দলের প্ৰবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী,মুরলী মনোহর যোশী প্ৰমুখ উপস্থিত ছিলেন।

Next Story
সংবাদ শিরোনাম