
নয়াদিল্লিঃ নরেন্দ্ৰ মোদি বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্ৰপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপর্যুপরি দ্বিতীয়বার ভারতের প্ৰধানমন্ত্ৰী হিসেবে শপথ নিচ্ছেন। রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ এদিন মোদি ও তাঁর মন্ত্ৰিসভার অন্যান্য সদস্যদের গোপনীয়তা রক্ষার শপথবাক্য পাঠ করাবেন। জাতীয় ও আন্তর্জাতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিতি থাকছেন শপথগ্ৰহণ অনুষ্ঠানে।
রিপোর্ট অনু্যায়ী,আজ সন্ধ্যার এই শপথ অনুষ্ঠানে প্ৰায় ৮ হাজার অতিথি অভ্যাগত উপস্থিত থাকার কথা।
এর আগে,২০১৪ সালে মোদির শপথ গ্ৰহণ অনুষ্ঠানে আনুমানিক ৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
বিশিষ্ট অতিথিদের মধ্যে থাকছেন পড়শি দেশের রাষ্ট্ৰনেতা,অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্ৰী এবং বিনোদন জগতের কিছু প্ৰখ্যাত ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গে গত একবছর রাজনৈতিক হিংসায় যে সব বিজেপি কর্মী প্ৰাণ হারিয়েছেন বলে অভি্যোগ রয়েছে,তাঁদের পরিবারকেও আজ সন্ধ্যার অনুষ্ঠানে আমন্ত্ৰণ জানানো হয়েছে।
বিদেশি অতিথিদের মধ্যে থাকছেন বিমস্টেক(বে অফ বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি সেকটোরাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন)দেশগুলির নেতারা। বিমস্টেক-এর সদস্য দেশগুলির তালিকায় ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ,ভুটান,মায়ানমার,নেপাল,শ্ৰীলঙ্কা,থাইল্যান্ড।
এমইএ মুখপাত্ৰ রবিশ কুমার বলেন,বাংলাদেশের রাষ্ট্ৰপতি আব্দুল হামিদ,শ্ৰীলঙ্কার রাষ্ট্ৰপতি মৈথিপালা সিরিসেনা,নেপালের প্ৰধানমন্ত্ৰী কেপি শর্মা ওলি উপস্থিত থাকছেন শপথ অনুষ্ঠানে।
মরিশাসের প্ৰধানমন্ত্ৰী প্ৰবীন্দ কুমার যুগনাউথ এবং কিরগিস্তানের প্ৰেসিডেন্ট সুরনবে জিনবকভকে আমন্ত্ৰণ জানানো হয়েছে এবং তারা উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন।
মোদি আগামিকাল আন্তর্জাতিক নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবে