রাজ্যসভায় উতরে গেল মোটর ভেহিকলস বিল,ট্ৰাফিক আইন ভাঙলে বেশি জরিমানা

রাজ্যসভায় উতরে গেল মোটর ভেহিকলস বিল,ট্ৰাফিক আইন ভাঙলে বেশি জরিমানা

নয়াদিল্লিঃ মোটর ভেহিকলস(সংশোধনী বিল)২০১৯ বুধবার রাজ্যসভায় পাস হয়ে যায়। বিলের পক্ষে পড়ে ১০৮টি ভোট এবং ১৩টি ভোট পড়ে বিলের বিপক্ষে। বিলটি রাজ্যসভায় পাস হয়ে যাওয়ায় এখন আশা করা হচ্ছে দেশে ট্ৰাফিক ব্যবস্থার ক্ষেত্ৰে একটা আমূল পরিবর্তন আসবে এবং সেটা ভালর জন্যই হবে। পরিবহণ সেক্টরে দুর্নীতি নির্মূল হওয়ার পাশাপাশি নিত্য যাত্ৰীদের জন্য পথ নিরাপত্তা ব্যবস্থা উন্নত হবে। মোদি সরকার এক্ষেত্ৰে আরও কিছু কার্যকরী ব্যবস্থা সুনিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। শুধু এটাই নয়,বিলটি উচ্চ সদনে পাস হওয়ায় ট্ৰাফিক ব্যবস্থাপনা উন্নত করতে উচ্চ মানের প্ৰযুক্তি ব্যবহার করা হবে। মোটর ভেহিকলস সংশোধনী বিলে নতুন যে সব নীতি প্ৰণয়নের প্ৰস্তাব রাখা হয়েছে সেগুলি নিচে তুলে ধরা হলো।

ট্ৰাফিক আইন ও নীতি নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানার পরিমাণ বৃদ্ধির প্ৰস্তাব রাখা হয়েছে বিলে। জুভেনাইল ড্ৰাইভিং(কিশোরদের গাড়ি চালনা),মদ্যপ অবস্থায় গাড়ি চালানো,লাইসেন্স না থাকা ব্যক্তি,বেপরোয়া গাড়ি চালানো,লাইসেন্স না থাকা ব্যক্তি,বেপরোয়া ড্ৰাইভিং,অস্বাভাবিক দ্ৰুতগতিতে গাড়ি চালানো,পিলিয়ন রাইডিং ইত্যাদির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহণের প্ৰস্তাব করা হয়েছে বিলে। তাছাড়া হেলমেট ছাড়া দুচাকার যান চালালে ইলেকট্ৰনিক ডিটেকশনের মাধ্যমে তাদের শনাক্ত করা হবে। ট্ৰাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানার পরিমাণ ১০ শতাংশ বৃদ্ধির প্ৰস্তাব করা হয়েছে এবং প্ৰতিবছর এই জরিমানার পরিমাণ বেড়ে যাবে।

যান বাহন চালানোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের অটোমেটেড ফিটনেস টেস্ট দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে পরিবহণ বিভাগে দুর্নীতির পরিমাণ হ্ৰাস পাবে। সেই সঙ্গে পথ নিরাপত্তা ব্যবস্থা উন্নত করবে। ইচ্ছাকৃতভাবে কেউ ট্ৰাফিক আইন লঙ্ঘন করলে জরিমানা গুনতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে।

বিলের বিধি ব্যবস্থা অনু্যায়ী কোনও গাড়ি যদি পরিবেশ ও অন্যান্য পথ ব্যবহারকারীদের কাছে হুমকি হিসেবে চিহ্নিত হয় তাহলে সেই মোটর ভেহিকলসকে রিকল করার সম্পূর্ণ ক্ষমতা থাকবে কেন্দ্ৰীয় সরকারের।

মাদক গ্ৰহণ অথবা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ট্ৰাফিক আইন লঙ্ঘন করলে সেই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হবে। গাড়ির উৎপাদকরা মোটর ভেহিকলসের মান ধরে রাখতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা জরিমানা চাপানো অথবা ১ বছর হাজতবাসের প্ৰস্তাব রাখা হয়েছে বিলে। কোনও রোড কনট্ৰেক্টর যদি সড়কের ডিজাইন স্ট্যান্ডার্ড বজায় রাখতে ব্যর্থ হন সেই ক্ষেত্ৰে জরিমানার অঙ্ক ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে বলে বিলে উল্লেখ করা হয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com