ক্ষুদ্ৰ চা উৎপাদকদের জন্য শীঘ্ৰই এমএসপি ধার্য হচ্ছেঃ পাটোয়ারি

ক্ষুদ্ৰ চা উৎপাদকদের জন্য শীঘ্ৰই এমএসপি ধার্য হচ্ছেঃ পাটোয়ারি

গুয়াহাটিঃ রাজ্যের উদ্যোগ ও বাণিজ্য দপ্তরের মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি শুক্ৰবার এখানে বলেছেন,ক্ষুদ্ৰ চা উৎপাদকদের আয়ের পরিমাণ সন্তোষজনকভাবে বাড়বে টি বোর্ড অফ ইন্ডিয়া সবুজ চা পাতার জন্য মিনিমাম সাপোর্ট প্ৰাইস(এমএসপি)বা ন্যূনতম সমর্থন মূল্য ধার্য করতে সম্মত হওয়ায়। শুক্ৰবার বিকেলে আসাম অ্যাডমিনিস্ট্ৰেটিভ স্টাফ কলেজে চা উদ্যোগের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে রাজ্য সরকারের এক উচ্চস্তরীয় বৈঠকের পরই শিল্প ও বাণিজ্য মন্ত্ৰী পাটোয়ারি একথা জানান। চা শিল্পের ক্ষেত্ৰে বর্তমানে চলা সংকট থেকে পার পেতে কৌশল উদ্ভাবনের লক্ষ্যেই এই বৈঠক ডাকা হয়েছিল।

ক্ষুদ্ৰ চা উৎপাদকরা যে বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছেন তা হলো সবুজ চা পাতার জন্য তারা যে মূল্য পাচ্ছেন,সেটা উৎপাদন ব্যয় মেটাতে মোটেই পর্যাপ্ত নয়। এরফলে ক্ষুদ্ৰ চা চাষিদের আয়ের উৎস রীতিমতো হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। আয়ের ক্ষেত্ৰে কোনও নিরাপত্তাই ছিল না তাদের। উল্টে লাগাতার ঋণের বোঝা বইতে হচ্ছিল ক্ষুদ্ৰ চা উৎপাদকদের।

ক্ষুদ্ৰ চা উৎপাদকরা গড়ে পশ্চিমবঙ্গ এবং তামিলনাডু ও কেরলে মাত্ৰ ৯ ও ৭ টাকা পাচ্ছেন। ওই রাজ্যগুলো্তে উৎপাদন ব্যয় হচ্ছে যথাক্ৰমে ১৫.৫০ টাকা এবং ১৮.৫০ টাকা। অসমে কৃষকরা পাচ্ছেন মাত্ৰ ১৪ টাকা,যেখানে উৎপাদন ব্যয় হচ্ছে ১৮.৫০ টাকা।

পাটোয়ারি সাংবাদিকদের বলেন,রাজ্যে ক্ষুদ্ৰ চা চাষিরা যে সবুজ পাতা উৎপাদন করেছেন তার জন্য ন্যূনতম সমর্থন মূল্য(এমএসপি)নির্ধারণ করতে রাজ্য সরকার খুব শিগগিরই টি বোর্ড অফ ইন্ডিয়াকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে।

তিনি বলেন,টাটা টি-র মতো বড় মাপের সংস্থাগুলো শুক্ৰবারের বৈঠকে মিনিমাম সাপোর্ট প্ৰাইস(ন্যূনতম সমর্থন মূল্য)দিয়ে সবুজ পাতা কিনতে রাজি হয়েছে।

চা শিল্পকে পুনরুজ্জীবিত করতে রাজ্যে উৎকৃষ্ট মানের চা উৎপাদনের বিষয় নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। তবে এটা স্বীকার করতেই হয় যে চা উদ্যোগ উৎকৃষ্ট মানের চা উৎপাদনে এখনও সাফল্যের মুখ দেখেনি। উৎকৃষ্ট মানের চা উৎপাদনে একটা বড় পদক্ষেপ হচ্ছে কোয়ালিটি প্লাকিঙের বিষয়টি সুনিশ্চিত করা। সাম্প্ৰতিক বছরগুলোতে রাজ্যে চা পাতা তোলার মানে অবনতি পরিলক্ষিত হচ্ছে। ক্ষুদ্ৰ চা উৎপাদকরা তাদের সবুজ পাতার জন্য অবশ্যই ন্যূনতম সমর্থন মূল্য(এমএসপি)পাবেন যদি তারা কোয়ালিটি প্লাকিঙে গুরুত্ব দেন-বলেন পাটোয়ারি।

ব্ৰ্যান্ডিং এবং বিপণন ইস্যু নিয়ে পাটোয়ারি বলেন,অসমের চা সম্পর্কে টি বোর্ড অফ ইন্ডিয়া এফটি লোগো প্ৰস্তুত করছে। তিনি বলেন, দেশের সব শহরে অসমের চা-এর লাউঞ্জ খোলোর পরিকল্পনা রয়েছে। পাটোয়ারি আরও বলেন,আসাম টি কর্পোরেশন লিমিটেডের অধীনস্থ বাগানগুলোর শ্ৰমিকরা ইতিমধ্যেই ২০ শতাংশ পুজো বোনাস পেয়েছেন। তিনি বলেন,বড় বাগানগুলোর মালিক পক্ষও তাদের শ্ৰমিকদের ২০ শতাংশ বোনাস দিতে সম্মত হয়েছেন।

শুক্ৰবারের এই বৈঠকে খাদ্য প্ৰস্তুতকরণ দপ্তরের প্ৰতিমন্ত্ৰী রামেশ্বর তেলি,রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসা,কংগ্ৰেস বিধায়ক রূপজ্যোতি কুর্মী,বিজেপি বিধায়ক সঞ্জয় কিষেন এবং টি গোয়ালা উপস্থিত ছিলেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: All North-Eastern states to be connected to Delhi by long-distance trains: MoS Railways S C Angadi

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com