মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্ৰেন প্ৰকল্পের জন্য ৫৪ হাজার ম্যানগ্ৰোভ গাছ কাটা পড়বে

মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্ৰেন প্ৰকল্পের জন্য ৫৪ হাজার ম্যানগ্ৰোভ গাছ কাটা পড়বে

মুম্বইঃ সারা পৃথিবী যখন বিশ্ব উষ্ণায়ন ও দূষণের মতো হুমকির সম্মুখীন,সে সময় ভারতীয়দের জন্য আরও একটা খারাপ খবর আসার অপেক্ষায় রয়েছে। আধুনিকতা,অগ্ৰগতির নামে মানুষ খোদ নিজেদের জীবন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এবং সেটাই আরও একবার প্ৰমাণ হিসেবে তুলে ধরতে চলেছে।

মহারাষ্ট্ৰ ইতিমধ্যেই রাজ্যে বুলেট ট্ৰেন প্ৰকল্প হাতে নিয়েছে। রাজ্যে এই প্ৰকল্প স্থাপন করতে হলে কমপক্ষেও ৫৪ হাজার ম্যানগ্ৰোভ গাছ কেটে ফেলতে হবে। এই বিশেষ প্ৰজাতির গাছগুলো জলা-জায়গায়ও বেঁচে থাকে।

এই মুহূর্তে ভারতীয়দের কাছে নিশ্চিতভাবে এটা খুবই হতাশাজনক এবং দুঃখদায়ক খবর। কারণ মহারাষ্ট্ৰের প্ৰায় ১৩.৩৬ হেক্টর জমি জুড়ে ছড়িয়ে রয়েছে এই গাছগুলো। বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনও সবুজের সমারোহ নজর কেড়ে নেয়। মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্ৰেন প্ৰকল্প স্থাপন করা হলে এই বিশাল এলাকার কমপক্ষেও ৫৪ হাজার গাছ কাটা পড়বে। রাজ্য সরকার বুলেট প্ৰকল্প স্থাপন এবং ওই ৫৪ হাজার গাছ কাটার বিষয়টি নিশ্চিত বলে জানিয়েছে সোমবার।

খবর চাউর হতেই রাজ্যে রীতিমতো হইচই পড়ে যায়। রাজ্যের পরিবহণ মন্ত্ৰী দিবাকর রাওতে এক লিখিত জবাবে শিবসেনা বিধায়ক মনীষা কায়ান্ডেকে আশ্বস্ত করে বলেছেন,প্ৰকল্পের জন্য যে পরিমাণ গাছ কাটা পড়বে তার পাঁচগুণ বেশি গাছ লাগানোর পরিকল্পনা এঁটেছে রাজ্য সরকার।

দিবাকর রাওতে বলেন,উঁচু পিলারের উপর দিয়ে ট্ৰেন লাইন টানা হবে যাতে সব জায়গায় এই গাছগুলোর ব্যাপক ক্ষতি না হয় এবং পরিবেশেরও ক্ষতি কম হয় দেখা হবে সে দিকটিও। নাভি মুম্বইয়ে বন্যার জল আর ঢুকবে না যেহেতু ওই এলাকায় এজাতীয় একটি গাছও কাটা হবে না।

গাছগুলি কাটা হলে স্থানীয় এলাকার যেসব মানুষ ক্ষতিগ্ৰস্ত হবেন সরকারের তরফ থেকে তাঁদের সঙ্গে যোগা্যোগ করা হচ্ছে। সরকার বলেছে,গাছ কাটার ফলে যে সব মানুষ ক্ষতিগ্ৰস্ত হবেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেবে সরকার। কংগ্ৰেস বিধায়ক শরদ রেনপিসের এক প্ৰশ্নের জবাবে রাওতে আরও বলেন এই প্ৰকল্পের জন্য ১,৩৭৯ এইচএ জমি অধিগ্ৰহণ করা হবে। এই মোট জমি এলাকার ৭৫.৩৫ এইচএ রয়েছে মহারাষ্ট্ৰ এবং বেসরকারি সংস্থার হাতে। এছাড়াও রাজ্যের ৩৯.২৫২ বর্গ মিটার বেসরকারি জমি ভিখরোলি,মুম্বইয়ে রয়েছে যা সরকার কিনে নেবে।

সরকার মোট ১৮৮ এইচএ বেসরকারি জমি সংগ্ৰহ করবে। এই প্ৰকল্পের ফলে পালঘাট জেলায় বসবাসকারী ৩,৪৯৮টি পরিবার ক্ষতিগ্ৰস্ত হবে। এর বাইরে থানে জেলার ৬,৫৮৯ জন কৃষক যাদের ৮৪.৮১ এইচএ জমি রয়েছে তারাও ক্ষতিগ্ৰস্ত হবেন। সরকার এই জমির ২.৯৫ এইচএ কিনে নিয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com