মেগাস্টার অমিতাভ বচ্চনকে মুম্বই পুলিশের শুভেচ্ছা

মেগাস্টার অমিতাভ বচ্চনকে মুম্বই পুলিশের শুভেচ্ছা

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করার পর সোসিয়াল মিডিয়ায় চলচ্চিত্ৰ প্ৰেমী তথা অনুরাগীদের সঙ্গে বহু রথী মহারথী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তার মধ্যে বিশেষ প্ৰাধান্য পেয়েছে মুম্বই পুলিশের একটা বিশেষ মিমি। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘জঞ্জির’-এর জনপ্ৰিয় চরিত্ৰ ইন্সপেক্টর বিজয়ের একটি ছবি শেয়ার করে টুইটারে একটি মিমি প্ৰস্তুত করেছে মুম্বই পুলিশ। একইসঙ্গে মুম্বই পুলিশ দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত অমিতাভ বচ্চনকে নবপ্ৰজন্মের কাছে প্ৰেরণাদায়ক হিসেবে উপস্থাপন করেছে।

উল্লেখ্য,এর আগেও মুম্বই পুলিশ বিভিন্ন জনপ্ৰিয় ছবি বা অভিনেতার মিমি প্ৰস্তুত করে পথ সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্ৰে ব্যবহার করেছিল। ব্যতিক্ৰম হয়নি এবারও। সাম্প্ৰতিক সময়ে সারা দেশের মানুষ যখন এই কিংবদন্তি শিল্পীকে শুভেচ্ছা জানাচ্ছেন,সে সময় মুম্বই পুলিশ সুপারস্টার বচ্চনকে জানানো এই শুভেচ্ছা সত্যিই ভিন্ন মাত্ৰা যোগ করেছে।

মঙ্গলবার বলিউডের শাহেনশা ‘বিগ বি’কে দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী হিসেবে ঘোষণা করে কেন্দ্ৰীয় তথ্য ও সম্প্ৰচার মন্ত্ৰী প্ৰকাশ জাভড়েকর টুইটার যোগে বলেছেন,অমিতাভ বচ্ছন আমাদের দুটো প্ৰজন্মকে মনোরঞ্জন ও প্ৰেরণা জুগিয়ে এসেছেন। তাঁকে সর্বসম্মতিক্ৰমে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য বাছাই করা হয়েছে। এই খবরে সারা দেশ ও আন্তর্জাতিক সম্প্ৰদায় সুখী ও আনন্দিত। ‘আমিও তাঁর প্ৰতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি’-বলেছেন জাভড়েকর।

https://twitter.com/MumbaiPolice/status/1176784368737538048

‘বিগ বি’ বচ্চন অ্যাংরি ইয়ং ম্যান থেকে পাল্টে ‘শাহেনশা’-র মতো জনপ্ৰিয় ছবি করেছেন। প্ৰায় টানা পাঁচ দশকে বচ্চন বলিউডের ভারতীয় ছবি জগতে যে অসামান্য অবদান রেখেছেন তা বাস্তবিকই উল্লেখযোগ্য। ‘সাত হিন্দুস্তানি’ ছবি দিয়েই বলিউডে যাত্ৰা শুরু করেছিলেন অমিতাভ। এরপর ‘আনন্দ’ ছবিতে তাঁকে বিশেষ ভূমিকায় দেখা গেছে। তবে ১৯৭৩ সালে প্ৰকাশ মেহরার ‘জঞ্জির’ ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন। এরপর আর অমিতাভকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Local people under Ketatong Village Panchayat in Margherita demands bridge over Tirap River

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com